ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের খোসা থেকে বিদ্যুত

প্রকাশিত: ০৬:২২, ৭ জানুয়ারি ২০১৮

পেঁয়াজের খোসা থেকে বিদ্যুত

এবারে পেঁয়াজের খোসা দিয়ে বিদ্যুত উৎপাদন করেছেন ভারতের আইআইটির গবেষকরা। অধ্যাপক ভানুভূষণ খাটুয়ার তত্ত্বাবধানে একটি গবেষক দল এই প্রযুক্তি আবিষ্কার করে। পেঁয়াজ থেকে বিদ্যুত উৎপাদনের প্রযুক্তি ন্যানো এনার্জি নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে, প্রতিটি সেলুলয়েজ জাতীয় পদার্থ থেকে বিদ্যুত উৎপাদন করা সম্ভব। -এনডিটিভি মুখরোচক স্ন্যাক্স উত্তর কোরিয়ার লোকদের ক্ষুধা মেটাতে তৈরি এই মুখরোচক স্ন্যাক্স। বিস্কিট জাতীয় রুটির মাঝখানটা নরম ও আঠালো। এটি বানানো হয় ময়দা, ইস্ট, আর চিনি দিয়ে। চিনি যখন দুষ্প্রাপ্য হয় তখন চিনির বদলে ব্যবহার করা হয় আঙুর থেকে তৈরি শর্করা। উত্তর কোরিয়ার মানুষ বিভিন্ন ফল থেকে শর্করা তৈরি করে।-বিবিসি
×