ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সারাদেশে লাঙ্গলের ভোটবিপ্লব ঘটবে ॥ জাপা নেতা

প্রকাশিত: ০৬:২১, ৭ জানুয়ারি ২০১৮

সারাদেশে লাঙ্গলের ভোটবিপ্লব ঘটবে ॥ জাপা নেতা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেছেন, উন্নয়নের চাকা সচল ও প্রতিহিংসামুক্ত রাজনীতি গড়ে তুলতে হলে এরশাদকে আবার ক্ষমতায় আনতে হবে। কারণ দীর্ঘ ২৬ বছর আওয়ামী লীগ-বিএনপির ক্ষমতার লড়াইয়ে জনজীবন পিষ্ঠ হতে চলেছে। অথচ জনকল্যাণে ও মৌলিক অধিকারের দাবি নিয়ে তাদের রাজপথে দেখা যায় না। শনিবার রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের গ্যাস রোডে লতিফ ভূঁইয়া কলেজ সংলগ্ন মাঠে এক কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসুদ বলেন, মানুষ শান্তি আর নিরাপত্তা চায়। এ দুটি দল তা দিতে ব্যর্থ হয়েছে। রংপুরে ভোটের মাধ্যমে জনতা তা জানান দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনও যদি রংপুরের মতো অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে সারাদেশে লাঙ্গলের ভোট বিপ্লব ঘটবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতার সাম্প্রতিক সময়ে এরশাদের সমালোচনার জবাবে বলেন, দিনের বেলায় সমালোচনা আর রাতের বেলায় ক্ষমতার জন্য আপনারা এরশাদের কৃপা পেতে ব্যস্ত থাকেন। এ দু’মুখী রাজনীতি বন্ধ করুন। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। জ্বালাও-পোড়াও, সহিংসতা ও ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের মন পাওয়া যায় না। তিনি আওয়ামী লীগ ও বিএনপির উদ্দেশে বলেন, আপনাদের হাতে রক্তে ছোঁয়া রয়েছে। আমাদের নেতা পল্লীবন্ধু এরশাদের হাতে রক্তের ছোঁয়া নেই। এরশাদ রক্ত দিয়ে নয়, উন্নয়ন ও ভালবাসা দিয়েই জনগণের মনে স্থান করে নিয়েছেন। তাই মানুষ রাষ্ট্রক্ষমতায় তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই বেছে নিবে। ৬৫নং ওয়ার্ড জাপার সভাপতি শহীদ খার সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জাপার সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আজাদ, মহানগর জাপা নেতা আকতার দেওয়ান, মাহবুবুর রহমান খসরু, তদবির হোসেন সেন্টু, বেলায়েত হোসেন খসরু, দ্বীন ইসলাম, আজিজুল হুদা চৌধুরী সুমন, মোঃ নুরুজ্জামান, নাজিম উদ্দিন, মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। সভার শুরুতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আসুদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
×