ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তরুণদের অভিযোগ

চট্টগ্রামে পুলিশ অবৈধভাবে অর্থ আদায়ে নেমেছে

প্রকাশিত: ০৬:২০, ৭ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামে পুলিশ অবৈধভাবে অর্থ আদায়ে নেমেছে

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুলিশ অবৈধভাবে অর্থ আদায়ে নেমেছে। এমন অভিযোগ উঠতি বয়সের তরুণদের। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের একসঙ্গে হাটতে বা পরিবহনে চলতে দেখলেই বাধ সাধে বেরসিক পুলিশ। নগরীর বিভিন্ন থানা এলাকায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তরুণ-তরুণীদের দেহ ও ব্যাগ তল্লাশির মতো ঘটনা। সেক্ষেত্রে পুলিশ এদের নাজেহাল করতে ও অর্থ আদায়ের কৌশল হিসেবে নিয়েছে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শুধু তাই নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি এসব থানা পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না চাকরিজীবিরাও। সিএমপির পাহাড়তলী, আকবর শাহ ও খুলশী থানা পুলিশ ব্যাপকহারে অবৈধ তল্লাশির নামে নগরবাসীর মূল্যবান সময় নষ্ট করছে। কোন ধরনের আগাম তথ্য ছাড়াই এমন অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়াও যানবাহনে থাকা তরুণ-তরুণীদের মধ্য থেকে বিত্তশালীদের টার্গেট করে পথিমধ্যে আটকে অর্থ আদায় করছে। আরও অভিযোগ রয়েছে, শনিবার দুপুরে খুলশী থানা পুলিশের এসআই আবু হানিফের নির্দেশে কনস্টেবল সুমন ও তন্ময় একটি টেক্সি একটি গতিরোধ করে। যাত্রীরা স্বাভাবিক অবস্থানে টেক্সিতে থাকলেও পুলিশের কনস্টেবল সুমন ও তন্ময় মিলে ছেলেটিকে জোরপূর্বক রাস্তায় নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এমনকি তার শার্ট ও পেন্টের পকেটও তল্লাশি করে। কোন কিছু না পেয়ে শেষে টেক্সিতে থাকা মেয়েটির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। একপর্যায়ে ছেলেটি বার বার বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে । এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পুলিশের মোবাইল টিমের ইনচার্জ এসআই আবু হানিফ জানান, তিনি উর্ধতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালাচ্ছেন। কোন বৃদ্ধা, রোগী, বিদেশী এবং শিক্ষার্থীদের তল্লাশি করতে নিষেধ করা আছে এমন তথ্যও তিনি জানিয়েছেন। টেক্সি আরোহীদের তল্লাশিতে কোন ধরনের অবৈধ কিছুর সন্ধান পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে উত্তরে তিনি কোন কিছু পাননি বলে জানান। কিন্তু আটকে রাখা বা থানায় নেয়ার হুমকি প্রসঙ্গে তিনি কোন উত্তর দেননি।
×