ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অকেজো হয়ে পড়েছে দিনাজপুর টেক্সটাইল মিল

প্রকাশিত: ০৬:১৯, ৭ জানুয়ারি ২০১৮

অকেজো হয়ে পড়েছে দিনাজপুর টেক্সটাইল মিল

ভারি শিল্প ও এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান দিনাজপুর টেক্সটাইল মিল। যা বন্ধ রয়েছে ২০০৮ সাল থেকে। এরইমধ্যে মিলের বিভিন্ন যন্ত্রাংশ ও ভবন প্রায় বাতিলের পথে। মিলের শ্রমিক ও এলাকাবাসীর দাবি দ্রুত মিলটি চালু করা হোক। সেই সঙ্গে দাবি একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েরও। ৩৬ দশমিক পাঁচ-চার একর জমির ওপর প্রতিষ্ঠিত দিনাজপুর টেক্সটাইল মিল। এক সময়ের লাভজনক এই মিলটি হঠাৎই বন্ধ করে দেয়া হয় ২০০৮ সালে। এরপর থেকেই প্রতিটি ভবনে ঝুলছে তালা। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে ভবন ও যন্ত্রাংশের বড় একটি অংশ ধ্বংস হওয়ার পথে। মিলটি বাঁচাতে বেকার শ্রমিক কর্মচারীদেরও দাবি দ্রুত চালু করার। সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন-বিটিএমসি, সরকারী-বেসরকারী অংশিদারিত্ব-পিপিপির মাধ্যমে দিনাজপুরসহ ১৩টি মিল চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষে সরকারের পক্ষ থেকে পরিদর্শনও করা হয়েছে মিলটি। ১৯৭৫ সালে অল্প লোকবল নিয়ে চালু হওয়া মিলটি, লাভের মুখ দেখে খুব কম সময়ের মধ্যেই। -অর্থনৈতিক রিপোর্টার
×