ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে নতুন বন্দর গড়তে ডেনমার্কের সঙ্গে চুক্তি

প্রকাশিত: ০৬:১৮, ৭ জানুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে নতুন বন্দর গড়তে ডেনমার্কের সঙ্গে চুক্তি

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের সাগর উপকূল এলাকায় প্রস্তাবিত বন্দরের সুবিধা গড়ে তোলার লক্ষে ১৬ কোটি ৩৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে কারিগরি-আর্থিক সমীক্ষা শুরু হওয়ার দ্বারপ্রান্তে। এ বিষয়ে গত বুধবার চট্টগ্রামবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে। রামবল ডেনমার্ক নামে এ প্রতিষ্ঠানটির সঙ্গে ডেভেলপমেন্ট ডিজাইন কন্সালটেন্টস লিমিটেড বাংলাদেশ ও পাডেকো কো.জাপান কাজ করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম খালেদ ইকবাল বুধবার বিকেলে ডেনমার্ক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেন বন্দর ভবনে। ডেনমার্কের সঙ্গে চুক্তিকৃত প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কাজ হচ্ছে সমীক্ষা পরিচালনাকালে কারিগরি, আর্থিক, সামাজিক পরিবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয়া হবে। এগুলো নিয়ে পরামর্শক প্রতিষ্ঠানটি একটি মহাপরিকল্পনা তৈরি করবে। স্বাক্ষরিত চুক্তির সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর জুলফিকার আজিজ, মোঃ জাফর আলম, মোঃ কামরুল আমিন ও শাহীন রহমান, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, চীফ ইঞ্জিনিয়ার(সিভিল) মোঃ মাহমুদুল হারুনসহ প্রমুখ।
×