ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাসড়কে ওজন নিয়ন্ত্রণে বিপাকে পরিবহন ঠিকাদাররা

প্রকাশিত: ০৬:১৭, ৭ জানুয়ারি ২০১৮

মহাসড়কে ওজন নিয়ন্ত্রণে বিপাকে পরিবহন ঠিকাদাররা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর হবার পর থেকে সঙ্কটে পড়েছে চট্টগ্রাম থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারী খাদ্যশস্য পরিবহন। একদিকে গুদামগুলোর ধারণক্ষমতা ফুরিয়ে আসছে। অন্যদিকে বন্দরে থাকা চাল খালাস সম্ভব হচ্ছে না। দুইবার পরিবহনের কারণে বাড়ছে পরিবহন ঠিকাদারদের ব্যয়ও। আবার সরবরাহে বিঘœ ঘটায় দেশের বিভিন্নস্থানে প্রয়োজনীয় চাহিদা মেটাতেও সমস্যা হচ্ছে। পরিবহন ঠিকাদাররা বলছেন, ২০১৩ সালে ২ বছরের জন্য চুক্তি করা হলেও তা আর নবায়ন করা হয়নি। তাই দ্রুত যুগোপযোগী ভাড়া চুক্তি সম্পাদনের মাধ্যমে এ সঙ্কট দূর করা সম্ভব। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সিএসডিতে গিয়ে দেখা যায় খাদ্যশস্য খালাসের ব্যস্ততা। যা আনা হয়েছে বন্দর থেকে। তবে এই গুদাম থেকে বোঝাইয়ের গতি একেবারেই ধীর। ডিসেম্বর থেকে চট্টগ্রাম অঞ্চলের বাইরে চাল-গমবাহী গাড়ি যাওয়া কমেছে ৯০ শতাংশ।
×