ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:১৪, ৭ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ২ দশমিক ৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, গত ডিসেম্বর মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব বছর শেষ হওয়ায় মুনাফা ঘরে তোলার প্রবণতা ছিল। এছাড়া নতুন বছরে পোর্টফলিও পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু না হওয়ায় তারল্য প্রবাহ বাড়েনি। সোজা কথায় বাজারে নতুন টাকা এখনও আসেনি। ফলে গত সপ্তাহে শেয়ার বিক্রির চাপ কমলেও শেয়ার কেনার আদেশ কম ছিল। যার কারণে লেনদেন কিছুটা কমেছে। আস্তে আস্তে শেয়ার কেনার আগ্রহ বাড়বে বলে তারা মনে করেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ২ দশমিক ৯০ শতাংশ। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৯৩ শতাংশ বা ৫৮ দশমিক ৩২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে দশমিক ৫৩ শতাংশ বা ১১ দশমিক ৯৯ পয়েন্ট। ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ বা ১৬ দশমিক ৯৩ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৩১টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দর এবং লেনদেন হয়নি ১টি কোম্পানির। অন্যদিকে মোট লেনদেনের ৮৮.২২ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৪ দশমিক ৭১ শতাংশ বি ক্যাটাগরির, ৪ দশমিক ০৫ শতাংশ এন এবং ৩ দশমিক ০১ শতাংশ ছিল জেড ক্যাটাগরির কোম্পানির দখলে। আর সিএসইতে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩০ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১ দশমিক ১৮ শতাংশ। লেনদেন হওয়া মোট ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দর। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, লাফার্জ সুরমা সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ইফাদ অটো, ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, লিগ্যাসি ফুটওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বারাকা পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবল ও মুন্নু সিরামিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক বন্ড, আইএসএন, শ্যামপুর সুগার, বিডি ল্যাম্প, নদার্ন জুট, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার, ডাচ বাংলা ব্যাংক ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স।
×