ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বদলে গেছে প্রতিদিনের জীবন

মাঘের আগেই বাঘ পালানো শীত

প্রকাশিত: ০৫:৫৫, ৭ জানুয়ারি ২০১৮

মাঘের আগেই বাঘ পালানো শীত

জনকণ্ঠ ফিচার ॥ মাঘের শীতে বাঘ পালায়। এখন মাঘ নয়। পৌষের শেষ সপ্তাহ। তাতেই কামড়ে ধরেছে শীত। তীব্রতা এত যে, আগেভাগে পালিয়ে বাঁচার চেষ্টা করছে বাঘমামা। দৃশ্যটি দেখার সুযোগ নেই। তবে শীতের প্রকোপ দেখে অনুমান করা যায়। গত কয়েকদিন ধরেই বাড়াবাড়ি রকমের শীত। দেশ রীতিমতো কাঁপছে। প্রভাব পড়েছে ঢাকায়ও। এরই মাঝে বদলে গেছে রাজধানী শহরের প্রতিদিনের জীবন। অজ¯্র দেয়াল এখানে। যে যার মতো করে কংক্রিকেটর দেয়াল তুলে নিয়েছেন। এর পরও ঘরে ঢুকে পড়ছে ঠা-া বাতাস। রাস্তায় নামলে কলের গাড়ি। ইঞ্জিনের গরম। এখানে ওখানে কারখানা। চুল্লি জ্বলছে। কিন্তু শীতের সঙ্গে পেরে ওঠছে না। এখন সন্ধ্যার পর থেকে কুয়াশা। গভীর রাতে যারা ঘর থেকে বের হয়েছেন, জানেন, খুব কাছের দৃশ্যটিও দেখা যায় না। বিশেষ করে শূন্য মাঠ বা খোলা জায়গাগুলো কুয়াশার দখলে। রাতে মানিক মিয়া এভিনিউ থেকে এমনকি সংসদ ভবন দেখা যায় না! সামনের রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা প্রতিদিন এই অদ্ভুত দৃশ্য দেখছেন। ভোর বেলায়ও অবস্থার কোন পরিবর্তন ঘটছে না। কুয়াশার পাশাপাশি ঝড়ছে শিশির। গাছের পাতা থেকে বৃষ্টির মতো টপটপ শব্দ করে ভূমিভাগে নামছে। আর হিমেল হাওয়ার কথা তো বলাই বাহুল্য। মনে হয় কেউ গায়ে জল ঢেলে দিয়েছে! শীত থেকে রেহাই পাচ্ছে না পশুপাখিও। শনিবার সেগুনবাগিচার বাসার সামনে একটি গরু বেঁধে রাখা হয়েছিল। মোটা বস্তা কেটে জামা বানিয়ে গরুকে পরিয়ে দেয়া হয়েছে। গ্রামে এমন দৃশ্য দেখা যায় বটে। রাজধানী শহরে দেখে অবাক হতে হলো। কেন এই অবস্থা? তাপমাত্রা কত এখন? জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যÑ উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে মেঘ কেটে গেছে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে শীতল বায়ু। গত বৃহস্প্রতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এ কারণে হঠাৎ করে বেড়ে যায় শীত। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। এদিকে, শীতের তীব্রতা বাড়ায় বদলে গেছে প্রতিদিনের জীবন। ঢাকার মানুষ আগেভাগে ঘরে ফিরছেন। বিকেল বেলা থেকেই শুরু হয়ে যাচ্ছে ঘরে ফেরার তাড়া। রাতে রাস্তাঘাট জনশূন্য। সকালেও দেরি করে ঘুম থেকে ওঠছেন। কোথাও সূর্যের তাপ গায়ে মাখার সুযোগ থাকলে, গায়ে মাখতে ভুল করছেন না। এখানে ওখানে খরখুটো জমিয়ে আগুন জ্বালানোর দৃশ্যও চোখে পড়ছে। পোশাকেও এসেছে আমূল পরিবর্তন। শীতপ্রধান দেশের মতো মোটা শীতবস্ত্র পরে ঘর থেকে বের হচ্ছেন। দেখে বোঝা যায়, শীত এসেছে!
×