ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পিঠা উৎসব

প্রকাশিত: ০৩:৫৯, ৭ জানুয়ারি ২০১৮

বাগেরহাটে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় উপজেলায় লেডিস ক্লাবের উদ্যোগে শনিবার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ইউএনও তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, অধ্যক্ষ সাইফুর ইসলাম, শেখ মনিসজ্জামান ঝুমুর, চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, এ্যাডঃ পঙ্কজ কুমার অধিকারী, মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, কাজল রানী মণ্ডল, হাসি খানম, মুক্তা বেগম, কনিকা, হাসি সাহা, কৃষ্ণা সাহা প্রমুখ। ইবির সমাবর্তন আজ ইবি সংবাদদাতা ॥ দীর্ঘ ১৬ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪র্থ সমাবর্তন শুরু হতে যাচ্ছে রবিবার। সমাবর্তনে যোগ দিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর ক্যাম্পাস। সমাবর্তনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার তদারকি করা হচ্ছে। উল্লেখ্য, এবারের সমাবর্তনে ১ হাজার ৬৩৭ স্নাতক, ৭ হাজার ৪৮৮ স্নাতকোত্তর, ১৩৭ এমফিল ও ১১০ পিএইচডি ডিগ্রীধারীকে মূল সনদ প্রদান করা হবে। সর্বমোট ৯ হাজার তিন শ’ ৭২ জন কে সনদ প্রদান করা হবে।
×