ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদা না পেয়ে পুকুরে বিষ ॥ ১৫ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত: ০৩:৫৮, ৭ জানুয়ারি ২০১৮

চাঁদা না পেয়ে পুকুরে বিষ ॥ ১৫ লাখ টাকার মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৬ জানুয়ারি ॥ দুর্বৃত্তের দাবি করা ৮ লাখ টাকা চাঁদা না দেয়ায় ৫ দিনে এক মৎস্য চাষীর ২ পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তায়নের ঘটনা ঘটেছে মৎস্য ভান্ডার হিসাবে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে। জানা গেছে, সান্তাহার শহরের ঘোড়াঘাট এলাকার বাসিন্দা আলহাজ আজাহারুল ইসলাম ওরফে সাজ্জাদ শাহ নামের এক ব্যক্তি অন্যান্য ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাছ চাষ ব্যবসা করে আসছে। এমতাবস্থায় ২৯ ডিসেম্বর বিকালে ওই ব্যবসায়ীর ছেলে মারিফুল ইসলাম দীপ্তর মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা না দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। চাঁদা না দেয়ায় ১ জানুয়ারি সন্ধ্যা রাতে চাঁদাবাজ দুর্বৃত্ত ব্যবসায়ী আজাহারুল ইসলাম সাজ্জাদের গ্রামের বাড়ি শহর পাশের ছাতিয়ানগ্রামের ঘোড়াদহ নামক এলাকার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৬ লাখ টাকার দেশীয় বিভিন্ন প্রকারের মাছ মরে যায়। এ ঘটনার পর দিন ব্যবসায়ীর ছেলে মারিফুল ইসলাম দীপ্ত আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করে। এতে ওই চাঁদাবাজ দুর্বৃত্ত ক্ষিপ্ত হয়ে উঠে। সে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ফের ফোন করে পুকুরে বিষ প্রয়োগের কথা স্বীকার করার পাশাপাশি দাবি করা চাঁদা না পেলে যে কোন সময় আরও বড় ধরনের ক্ষতি করবে মর্মে হুমকি দেয়। এরপর দিন শুক্রবার রাতে ছাতিয়ানগ্রামের পাতলাপীর মাজারের পশ্চিমে অবস্থিত আড়াইআনী পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে পালন করা প্রায় আড়াই লাখ বড় আকারের পাঙ্গাস মাছ মরে গেছে। যার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ী আজাহারুল ইসলাম সাজ্জাদ শাহ। সাতক্ষীরায় মুদি দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আগুন লেগে একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার ভোরে সাতক্ষীরা পৌরসভার কুখরালী গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। দোকান মালিক শহীদুল ইসলাম জানান, স্থানীয়রা তাকে দোকানে আগুন লাগার খবর দেয়। দোকানের ফ্রিজসহ যাবতীয় মাল ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৬ জানুয়ারি ॥ শনিবার ভোরে টঙ্গী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরনে ছিল শোয়েটার ও লুঙ্গি।
×