ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের গল্প শুনল ছয় শতাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জানুয়ারি ২০১৮

মুক্তিযুদ্ধের গল্প শুনল ছয় শতাধিক শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ শীর্ষক অনুষ্ঠান শুরু করেছে রাজশাহী মহানগর পুলিশ। গত ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে রাজশাহী (হেলেনাবাদ) সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগর পুলিশের ডিসি (পশ্চিম) আমির জাফর এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা, ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, এডিসি (সদর) শিরিন আক্তার জাহান, প্রধান শিক্ষিকা ইসবেলা সাত্তার শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। অনুষ্ঠানে স্কুলের ছয়শতাধিক ছাত্রী উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতাকে ছাত্রীদের মধ্যে তুলেন। তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের জন্য কাজ করার পরামর্শ দেন। এ সময় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক নাচ, গান, কবিতা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাসানী ভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ ইনস্টিটিউড অব ক্রাইম এ্যান্ড জাস্টিজ স্ট্যাডিজ (বিআইসিজেএস) ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের যৌথ উদ্যোগে ‘‘কাউন্টার টেররিজম এ্যান্ড টেররিজম প্রিভেনশন: ফ্রম সোশ্যাল সায়েন্স পারস্পেকটিভস্’’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শনিবার সিপিএস বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিআইসিজেএসের চেয়ারপার্সন ও ভার্জিনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি এ্যান্ড ক্রিমিনাল জাস্টিজ বিভাগের প্রফেসর ড. মোকাররম হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ্্। স্বাগত বক্তব্য রাখেন সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। -বিজ্ঞপ্তি।
×