ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগারে পাকিস্তানী বন্দীর মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জানুয়ারি ২০১৮

কাশিমপুর কারাগারে পাকিস্তানী বন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ স্বর্ণ ও মাদক চোরাচালান মামলায় বন্দী পাকিস্তানের এক নাগরিক শনিবার কাশিমপুর কারাগারে মারা গেছেন। নিহত হাজতির নাম হারুন (৫২)। তিনি পাকিস্তানের করাচির মৃত আব্দুর রহমানের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ২০১৩ সালের ১৪ মার্চ মাদক ও স্বর্ণচোরাচালান মামলায় পাকিস্তানের নাগরিক হারুন ঢাকার বিমানবন্দর থানায় গ্রেফতার হন। গ্রেফতারকৃত হারুনকে আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর ২০১৬ সালের ৩ অক্টোবর সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তরিত করা হয়। শুক্রবার মধ্যরাতে হারুন বুকে প্রচ- ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। ভোমরা বন্দরে সোনাসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারকালে ভোমরা স্থলবন্দর কাস্টমস থেকে ৬ পিচ সোনারবারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। শনিবার সকালে তাকে কাস্টমস হাউস থেকে আটক করা হয়। আটক যাত্রীর নাম ফারুক হোসেন হাওলাদার (৩৬)। তিনি মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে। সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব অফিসার বিকাশ বড়ুয়া জানান, ফারুক হোসেন নামের এক পাসপোর্ট যাত্রী শনিবার সকালে ভারতে যাবার জন্য ভোমরা কাস্টমসে আসেন। তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি ছয়টি সোনারবার তার স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় সেট করা রয়েছে বলে স্বীকার করেন। পরে তা উদ্ধার করা হয় ।
×