ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সামরিক ঘাঁটি তৈরি ॥ চীন-পাকিস্তান আলোচনা

প্রকাশিত: ০৩:৫৩, ৭ জানুয়ারি ২০১৮

পাকিস্তানে সামরিক ঘাঁটি তৈরি ॥ চীন-পাকিস্তান আলোচনা

পাকিস্তানে একটি সামরিক ঘাঁটি তৈরির জন্য ইসলামাবাদের সঙ্গে আলোচনা করছে বেজিং। ওয়াশিংটন পোস্টের একটি খবরের বরাত দিয়ে পিটিআই জানায়, পাকিস্তানের জিবানি এলাকায় যে স্থানে ঘাঁটি স্থাপনের জন্য চীন আলোচনা করছে সেটি বেলুচিস্তান প্রদেশের গুয়ারার কাছ থেকে সামান্য দূরত্বে এবং ইরানের চাবাহার বন্দরের পাশে অবস্থিত। টাইমস অব ইন্ডিয়া। চাবাহার বন্দরটি ইরান, ভারত ও আফগানিস্তানে বাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আফগানিস্তানে ভারতীয় পণ্যের রফতানি নিশ্চিতকরণে চাবাহার বন্দরের গুরুত্ব অপরিসীম। সম্প্রতি ৬২ বিলিয়ন ডলারে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) নির্মাণ কাজ শুরু করছে বেজিং। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে যেসব কৌশলগত সমুদ্র পথে চীনা পণ্য রফতানি হবে তার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই বেজিং সামরিক ঘাঁটি নির্মাণের জন্য ইসলামাবাদের সঙ্গে আলোচনা করছে। গত সপ্তাহে পাকিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে ব্যর্থতার অজুহাতে ইসলামাবাদের সঙ্গে প্রায় সব ধরনের নিরাপত্তা সহযোগিতা স্থগিত করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের সাম্প্রতিক এ সিদ্ধান্তের ফলে বেজিং ও ইসলামাবাদের মধ্যকার অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
×