ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরা মেধাবীদের দশ বছর মেয়াদী ভিসা দিচ্ছে চীন

প্রকাশিত: ০৩:৫৩, ৭ জানুয়ারি ২০১৮

সেরা মেধাবীদের দশ বছর মেয়াদী ভিসা দিচ্ছে চীন

চীন তার দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য সেরা মেধাবীদের আকর্ষণ করতে চায়। বিদেশ থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করতে চীন দীর্ঘ মেয়াদী ভিসা দেয়া শুরু করেছে যাতে তারা সেখানে কাজ করতে পারেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, এই মাল্টি এন্ট্রি ভিসা পাঁচ থেকে দশ বছর মেয়াদী। বিশেষ করে প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং বিজ্ঞানীদের আকৃষ্ট করতে চাইছে দেশটি। খবর বিবিসি ও সিনহুয়ার। চীন তার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নে বিদেশ থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এই দীর্ঘমেয়াদী ভিসা দেয়ার উদ্যোগ যখন প্রথম নেয়া হয়েছিল তখন চীন বলেছিল প্রায় ৫০ হাজার বিদেশী এর সুযোগ পাবে। আফগানিস্তানে দুই আইএস কমান্ডারসহ ২০ জঙ্গী নিহত আফগানিস্তানের পূর্বাঞ্চলের লেগমান প্রদেশে জঙ্গীদের গোপন আস্তানায় সরকারী বাহিনীর হামলায় দুই কমান্ডারসহ ২০ আইএস জঙ্গী নিহত হয়েছে। শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। খবর সিনহুয়ার। সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র শিরিন আগা ফাকিরি বার্তা সংস্থাকে বলেন, গোয়েন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে প্রদেশটির আলিনগর জেলার নুরলাম গ্রামের জঙ্গীদের গোপন আস্তানায় সরকারী সেনারা শুক্রবার রাতে হামলা চালায়। এতে মাওলাই তোরাব ও মুসা খান নামের দুই আইএস নেতাসহ ২০ জঙ্গী নিহত হয়। বিস্তারিত আর কিছু বলতে মুখপাত্র অস্বীকার করেন। তবে আইএসের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
×