ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে বোমায় চার পুলিশ নিহত

প্রকাশিত: ০৩:৫২, ৭ জানুয়ারি ২০১৮

কাশ্মীরে বোমায় চার পুলিশ নিহত

ভারতের কাশ্মীরে শনিবার জঙ্গীদের পেতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে অন্তত চার পুলিশ সদস্য নিহত ও অন্য দুই পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। নিহত চার জনের মধ্যে তিন জনের পরিচয় হলো দোহার এএসআই এরশাদ, কুপওয়ারার এম আমিন সোপরের গোলাম নবী। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি জানান, নিহতের ঘটনায় তিনি ‘অত্যন্ত শোকাহত’ হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএফপির। কর্মকর্তারা জানান, বারামুলা জেলার সোপর এলাকায় ছোট বাজার ও বাডা বাজারের মাঝের লেনে একটি দোকানের কাছে জঙ্গীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। বোমাটি বিস্ফোরিত হলে পাহারারত পুলিশ সদস্যদের হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সকলেই তৃতীয় ব্যাটলিয়নের পুলিশ সদস্য। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বারামুলা জেলার সোপরের কাছে জঙ্গীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। ইতোমধ্যে এলাকাজুড়ে জঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, পুলিশ সদস্যদের লক্ষ্য করেই আগে থেকে আইইডি বোমা পুঁতে রেখেছিল জঙ্গীরা। জানা গেছে, পুলিশের গাড়িটি সোপরের মার্কেটের কাছ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ঘটে বিস্ফোরণটি। আইইডির ওপর গাড়ির চাকা পড়তেই প্রচ- বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে। বিশাল তুষারখ-টি ধসে একটি ট্যাক্সি ও একজন পথচারীর ওপর পড়ে। শুক্রবার সন্ধ্যায় ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তে কুপওয়ারা জেলার দুর্গম সাধনা পাস এলাকার কাছে উজানে নতুন করে তুষারপাতের পর এই ঘটনা ঘটে।
×