ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এনবিসি চ্যানেলের টুডে শোতে মাইকেল উলফ

ট্রাম্প শিশুর মতো, তার কোন বিশ্বাসযোগ্যতা নেই

প্রকাশিত: ০৩:৫০, ৭ জানুয়ারি ২০১৮

ট্রাম্প শিশুর মতো, তার কোন বিশ্বাসযোগ্যতা নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন তাকে নিয়ে লেখা নতুন বইয়ের লেখক মাইকেল উলফ। তিনি বলেছেন, ট্রাম্পের উপদেষ্টাদের অনেকেই বলেন তিনি শিশুর মত। তার কোন বিশ্বাসযোগ্যতা নেই। শুক্রবার এনবিসি চ্যানেলের টুডে শো অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে ওলফ এসব কথা বলেন। খবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও এনবিসি চ্যানেলের। মার্কিন সাংবাদিক মাইকেল ওলফের ‘ফায়ার এন্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ শীর্ষক বইটিতে ২০১৬ সালের নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প পুত্রের সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের বৈঠককে ‘রাষ্ট্রদ্রোহ’ ও ‘দেশপ্রেমহীনতা’ বলে হোয়াইট হাউসের সাবেক চীফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননের অভিযোগের কথা রয়েছে। আরও আছে, নির্বাচনে জয়ের পর ট্রাম্পের হতভম্ব, বিস্মিত অবস্থা, হোয়াইট হাউস নিয়ে ভয় পাওয়াসহ বহু অজানা তথ্য। বইটি ভুয়া ও মিথ্যায় ভরা বলে এক টুইটে সমালোচনা করেছেন ট্রাম্প। এছাড়া সাংবাদিক মাইকেল ওলফের সঙ্গে তিনি কখনও কথা বলেননি এবং তাকে হোয়াইট হাউসেও কখনও ঢুকতে দেয়া হয়নি বলে ট্রাম্প দাবি করেছেন। তবে ট্রাম্পের কথার সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন মাইকেল ওলফ। এনবিসি চ্যানেলের টুডে শোতে এক সাক্ষাতকারে ওলফ বলেছেন, ট্রাম্পের সঙ্গে তিনি তিন ঘণ্টা কাটিয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় ও অভিষেকের পর তার সঙ্গে তিনি এ সময় কাটান। ট্রাম্পের সঙ্গে তার কথাও হয়েছে। ওলফ বলেন, আমার সঙ্গে প্রেসিডেন্টের পুরোদস্তুর কথা হয়েছে। এটি যে সাক্ষাতকার ছিল সেটি তিনি বুঝেছেন কিনা জানি না। এটি মোটেই অব দ্য রেকর্ড ছিল না। ট্রাম্পের সঙ্গে প্রতিদিন মিনিটে মিনিটে কথা হয় এমন লোকদের সঙ্গেও আমার কথা হয়েছে। নতুন বই নিয়ে হোয়াইট হাউসের সমালোচনার পাল্টা জবাব দিয়ে ওলফ আরও বলেন, প্রেসিডেন্টের কোন বিশ্বাসযোগ্যতা নেই। বিশ্বে তার মত অবস্থানে পদচারণা করা যে কারোর চেয়েই সম্ভবত তিনি কম বিশ্বাসযোগ্য। ট্রাম্পের পাশে থাকা উপদেষ্টা থেকে শুরু করে পরিবারের সদস্যরা পর্যন্ত শতকরা এক শ’ ভাগ মানুষই প্রেসিডেন্ট হিসেবে তার সক্ষমতা ও বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করেছে। হোয়াইট হাউসের কর্মকর্তা-কর্মচারীদের বর্ণনায়, তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করার উপযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার আচরণ একটি শিশুর মত, যাকে তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট করতে হয়। তিনি শিশুর মত জানিয়ে ওলফ বলেন, এর কারণ হচ্ছে তিনি তাৎক্ষণিক সন্তুষ্টি চান। তার সবকিছুই নিজেকে নিয়ে। কোন কিছু পড়তে, শুনতে বা বুঝতে চান না। তিনি একটা পিনবলের মত সবদিকে উল্টো-পাল্টা ছুটতে থাকেন। ট্রাম্পের কাছের দুইশ’র বেশি লোকের সাক্ষাতকারের ভিত্তিতে বইটি লেখা হয়েছে বলে জানিয়েছেন ওলফ। মঙ্গলবার বইটি প্রকাশের কথা থাকলেও ট্রাম্পের আইনজীবীদের সেই প্রকাশনা বন্ধের তোড়জোড় শুরুর মধ্যে শুক্রবার আগেভাগেই প্রকাশ করা হয়। বইটি প্রকাশ করা নিয়ে ওলফ বলেন, শুধু বিক্রি বাড়ানোর জন্য নয় বরং এটি নিশ্চিত করার জন্য যে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যোগ্য নন। প্রেসিডেন্ট তার বইয়ের প্রকাশনা থামাতে গিয়ে উল্টো কাটতি বাড়িয়ে দিয়েছেন। বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক জন সোপেল বলেছেন, ওলফের বইতে যা লেখা হয়েছে তার অর্ধেকও যদি সত্য হয় তাহলে বুঝতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প মারাত্মক মতিভ্রমের মধ্যে আছেন। আর তার হোয়াইট হাউসে একটা বিশৃঙ্খলা চলছে।
×