ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষক লাঞ্ছিনা

না’গঞ্জে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০৮:০২, ৬ জানুয়ারি ২০১৮

 না’গঞ্জে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় হাজী আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক শাহ আলম ভুইয়াকে ম্যানেজিং কমিটির সদস্য নূরে ওসমানী কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে ওই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও সর্বস্তরের এলাকাবাসী মানববন্ধন পালন করে। এ সময় তারা অভিযুক্ত ম্যানেজিং কমিটির ওই অভিভাবক সদস্যকে কমিটি থেকে বহিষ্কার ও উপযুক্ত শাস্তির দাবি জানান। এ সময় পুরো এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী জানান, গত ৩১ ডিসেম্বর বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূরে ওসমানী ক্লাস রুমে প্রবেশ করে বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মোঃ শাহ আলম ভুইয়াকে গালিগালাজ ও অপমান অপদস্ত করেন। ধমক দিয়ে শিক্ষককে ক্লাস রুম থেকে বের করে দেন। শিক্ষক অপমানের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যান্য শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর অপমানের শিকার ওই শিক্ষক ম্যানেজিং কমিটিকে বিষয়টি মৌখিকভাবে জানান এবং বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু ঘটনার তিনদিন পরও প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তারা এর সুষ্ঠু তদন্তসহ অভিযুক্ত নূরে ওসমানীকে কমিটি থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ব্যাপারে ম্যানেজিং কমিটির জরুরী সভা চলছিল। বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম এ গনি বলেন, এ ঘটনাটি দুঃখজনক। তিনি জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মইনুল হাসান বাপ্পী জানান, শিক্ষক অপমানের ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। এখন জেনেছি। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার। উভয় পক্ষকে নিয়ে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে। এ বিষয়ে বন্দর থানায় জিডি’র বিষয়ে ওসি আবুল কালাম জানান, জিডির বিষয়টি আমার জানা নেই। জিডির বিষয়টি খোঁজখবর নিচ্ছি।
×