ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৬:৫৯, ৬ জানুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম অধ্যায়, বহুনির্বাচনী-৩০ ১। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন বলে তুমি মনে কর? (ক) জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগ (খ) জনসংখ্যানীতির লক্ষ্য নির্ধারণ (গ) জনসংখ্যানীতি গ্রহণ (ঘ) মৃত্যুহার বৃদ্ধিকরণ। ২।বাংলাদেশের জনসংখ্যানীতির উল্লেখযোগ্য দিকগুলো- (র) পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা (রর) শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা (ররর) দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থসেবার ব্যবস্থা করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ৩। কাজি অফিসে বিবাহ রেজিস্ট্রেশনের মূল উদ্দেশ্য কী? (ক) বিবাহ বিচ্ছেদ রোধ (খ) বাল্যবিাবহ রোধ (গ) পরিকল্পিত পরিবার তৈরি করণ (ঘ) নারীর ক্ষমতায়ন। ৪। টিকাদান কোন ধরনের কার্যক্রম? (ক) প্রশিক্ষণ কার্যক্রম (খ) সচেতনতামূলক কার্যক্রম (গ) কমিউনিটিভিত্তিক প্রকল্প (ঘ) চিকিৎসা সেবা নিশ্চিত করণ। ৫। কোনটি প্রশিক্ষণমূলখ কার্যক্রম? (ক) পুষ্টিবিষয়ক শিক্ষা (খ) বাল্যবিবাহ রোধ (গ) ইনজেকশন দেওয়া (ঘ) মা ও শিশুর স্বাস্থ্য সেবা। ৬। কোন দেশের ভবিষ্যৎ উন্নতি নির্ভর করে দেশটির- (র) অর্থনৈতিক পরিকল্পনার ওপর (রর) সামাজিক উন্নয়নের ওপর (ররর) জনসংখ্যানীতি কার্যকর প্রয়োগের ওপর। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ৭। চাকরির ক্ষেত্রে নারীদের কোটা প্রথা চালু করা হয়েছে কেন? (ক) শিক্ষার হার বৃদ্ধির জন্য (খ) অধিক জনসংখ্যার জন্য (গ) নারীর ক্ষমতায়নের জন্য (ঘ) অর্থনৈতিক উন্নয়নের জন্য। ৮। সরকার ছোট পরিবার রাখার জন্য কোন কার্যক্রম চালু করেছে ? (ক) স্বাস্থ্য ও পরিকল্পনা কার্যক্রম (খ) সচেতনতা কার্যক্রম (গ) পুষ্টি কার্যক্রম (ঘ) বাল্যবিবাহ কার্যক্রম। ৯। দেশের কোন অবস্থার সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যানীতি প্রণয়ন করতে হয় ? (ক) সামাজিক (খ) রাজনৈতিক (গ) অর্থনৈতিক (ঘ) আর্থ-সামাজিক। ১০। জনসংখ্যানীতির মুখ্য উদ্দেশ্য কী ? (ক) জনসংখ্যাকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ (খ) জীবনযাত্রার মান উন্নয়ন (গ) নিরাপদ মাতৃত্ব (ঘ) জন্ম ও মৃত্যুর হার হ্রাস। ১১। দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে বলা হয়- (ক) জনসংখ্যা কার্যক্রম (খ) জনসংখ্যানীতি (গ) জনসংখ্যা প্রকল্প (ঘ) জনসংখ্যা পরিকল্পনা। ১২। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে ? (ক) ১২৩৭জন (খ) ১২৩৮জন (গ) ১২৩৯জন (ঘ) ১২৪০জন। ১৩। কীসের উপর একটি দেশের উন্নয়ন অনেক খানি নির্ভর করে ? (ক) বিশেষ শিক্ষা (খ) জনসংখ্যানীতি (গ) জনসংখ্যা (ঘ) প্রযুক্তি। ১৪। উন্নত ও উন্নয়নশীল দেশ পরিমাপ করা যায় কীসের সম্পর্ক দ্বারা? (ক) জন্মহার ও মৃত্যুহার (খ) জনসংখ্যা ও শিক্ষা (গ) জনসংখ্যা ও মাথাপিছু আয় (ঘ) জনসংখ্যা ও প্রযুক্তি। ১৫। কত তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় ? (ক) ২মার্চ (খ) ৮এপ্রিল (গ) ৩০ জুন (ঘ) ১৪জুলাই। ১৬। বাংলাদেশ সরকার কোন শিক্ষা প্রসারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ? (ক) নারী শিক্ষা (খ) গণ শিক্ষা (গ) বয়স্ক শিক্ষা (ঘ) শিশু শিক্ষা। উত্তর ঃ ১(ক), ২(ঘ), ৩(খ), ৪(ক), ৫(ঘ), ৬(খ), ৭(গ), ৮(ক), ৯(ঘ), ১০(ক), ১১(খ), ১২(ক), ১৩(খ), ১৪(গ), ১৫(ঘ), ১৬(ক)।
×