ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত

প্রকাশিত: ০৬:৪৩, ৬ জানুয়ারি ২০১৮

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ জানুয়ারি ॥ কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন বরগুনার কারারক্ষী শাহিনুর ইসলাম (৩৫) ও গুরুতর জখম হয়েছে তার স্ত্রী সুইটি। দুপুরে কুয়াকাটা মহাসড়কের নবীনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সকালে বরগুনা থেকে কারারক্ষী শাহিনুর ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে কুয়াকাটায় ঘুরতে যায়। কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকায় মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন এ দম্পতি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দ্রুত গতি থাকার কারণে রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পুঁতে রাখা পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে শাহিনুর ইসলামের মাথায় গুরুতর জখম হয় এবং তার স্ত্রী সুইটি ২০/২৫ হাত দূরে ছিটকে কোমড়ে প্রচ- ব্যথা পান। আহত সুইটি বরগুনা হাসপাতালে ভর্তি রয়েছেন। নওগাঁয় কলেজ ছাত্র নিহত নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রানীনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। উপজেলার বেলঘড়িয়া- বিলকৃষ্ণপুর রাস্তার বেলঘড়িয়া গ্রামের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার সরকাটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ও রানীনগর শেরে বাংলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। দিনাজপুরে সাইকেল চালক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা গ্রামে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক সানোয়ার হোসেন ঘটনাস্থলে নিহত হন। নিহত সানোয়ার একই ইউনিয়নের ধুলাতৈড় ডাঙ্গাপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। সৈয়দপুরে সাবেক পুলিশ সংবাদদাতা সৈয়দপুর নীলফামারী থেকে জানান, ট্রেনের ধাক্কায় আক্কাছ আলী (৮০) নামে এক সাবেক পুলিশ নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় স্টেশনের ২ নং রেল গুমটি সংলগ্ন লাইনের ধারে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে বাবুল (৪০) জানায়, তার পিতা কানে কম শুনতে পেতেন। তবে চলাফেরা স্বাভাবিক ছিল। ঘটনার দিন দুপুরে বাড়ির প্রয়োজনীয় বাজার শেষে রেল লাইন অতিক্রম করার সময় তিনি সৈয়দপুরগামী তিতুমীর ট্রেনের ধাক্কায় নিহত হন। মীরসরাইয়ে সাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা মীরসরাই চট্টগ্রাম থেকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত ও ২ আরোহী আহত হয়েছে। শুক্রবার ছুটি থাকায় তারা ৩ বন্ধু মিলে একটি মোটরসাইকেলযোগে মীরসরাই ইকোনমিক জোন এলাকা ঘুরে বাড়ি ফিরছিল। এ সময় একটি বাইসাইকেল হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসে। দুর্ঘটনারোধে চালক টিপু হার্ডব্রেক কষলে মোটরসাইকেল উল্টে পড়ে। এ সময় টিপুর মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তৌহিদুল ইসলাম টিপুকে (২৩) মৃত ঘোষণা করেন। বরিশালে গাড়ি উল্টে আহত ১০ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার বাবুগঞ্জ-লাকুটিয়া মহাসড়কের উঁচু ব্রিজ নামক এলাকায় শুক্রবার সকাল সাতটার দিকে কুয়াকাটাগামী পিকনিকের গাড়ি উল্টে শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পিকনিকের জন্য যাত্রীবাহী বাস ভাড়া করে সকাল সাতটার দিকে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের উঁচু ব্রিজ নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়।
×