ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসার অভাবে এখন কারও মৃত্যু হয় না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৩, ৬ জানুয়ারি ২০১৮

চিকিৎসার অভাবে এখন কারও মৃত্যু হয় না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, চিকিৎসার অভাবে এ দেশে এক সময় অনেকেই অকালে মৃত্যুবরণ করেছেন। কিন্তু বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছে। গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। চিকিৎসার অভাবে এখন আর কাউকে অকালে প্রাণ দিতে হয় না। শুক্রবার দুপুরে চারঘাট উপজেলার সালেহা শাহ মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাঠকর্মীদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে ছায়া মহিলা উন্নয়ন সংস্থা। বর্তমান সরকার জনকল্যাণমুখী উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ জন্য চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন ইউনিয়নে চালু করেছেন ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এতে করে ঘরের কাছেই চিকিৎসা পাওয়া যায়। তিনি বলেন, নারীরা আজ স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে পারছেন। কারও বোঝা হয়ে থাকতে হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা একজন নারী হওয়ায় সমাজে নারীদের স্বাবলম্বী করার ব্যাপারে তিনি সজাগ রয়েছেন। নারীরাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারাও পুরুষের পাশাপাশি সমান কর্মক্ষম। মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, মতিহার থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন প্রমুখ। ফতুল্লায় ট্রলার চালককে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর এলাকায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ শুক্রবার বিকেলে আশিক ইটভাঁটি থেকে দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে। দেলোয়ার হোসেন একই ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আলম চাঁনের ছেলে। সে ট্রলার চালক ছিল। ট্রলার চালক দেলোয়ার হোসেনকে কে বা কারা কুপিয়ে হত্যা করে।
×