ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৪০, ৬ জানুয়ারি ২০১৮

ঘোড়দৌড় প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৫ জানুয়ারি ॥ পলাশবাড়ী ইউনিয়নের ডাঙ্গারহাটে শুক্রবার সকাল ১০টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামবাংলার লুপ্তপ্রায় এই খেলা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে কমপক্ষে ২০ হাজার দর্শকের সমাগম হয় মাঠে। খেলায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক ঘোড়া। ঘোড়দৌড় অনুষ্ঠিত হয় ৪ গ্রুপে। তারমধ্যে তেজি ঘোড়ার গ্রুপে প্রথম হয় দিনাজপুরের রানীশংকাইলের শহীদুল মেম্বার ও দ্বিতীয় জহুরুল হক । অপর এ গ্রুপে প্রথম হজরত আলী ও দ্বিতীয় জাহিদুল হক। বি গ্রুপে প্রথম লেবু , দ্বিতীয় শাহ আলম । সি গ্রুপে প্রথম মতলেবুর রহমান ও দ্বিতীয় আঃ গফ্ফার। তেজি ঘোড়ার সওয়ার নওগাঁর ধামইরহাটের তছলিমা শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তাকে ২১ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয় । একসঙ্গে চার সন্তান প্রসব নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ জানুয়ারি ॥ কুমুদিনী হাসপাতালে তাসলিমা আক্তার নামে এক নারী চার সন্তান প্রসব করেছেন। তাসলিমা উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ডাক্তার তাসলিমা চার সন্তান প্রসব করান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জানা গেছে, একটি ছেলে সন্তান প্রসব করান। এরপর বিকেল চারটায় এবং সন্ধ্যা সাতটায় আরও দুইজন মেয়ে ও একজন ছেলে সন্তান প্রসব করান ডাক্তার সম্পা। চার নবজাতকের মধ্যে সন্ধ্যা সাতটায় এক ছেলে সন্তান মারা যায়। তিন নবজাতককে কুমুদিনী হাসপাতালের এনআইসিও বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এনআইসিও বিভাগে কর্তব্যরত ডাক্তার শামীমা আক্তার সুমি বলেন, এটিকে কোয়াডিলেপস প্রেগন্যান্সি বলা হয়। জীবিত তিন শিশুই মোটামুটি ভাল আছে বলেও তিনি উল্লেখ করেন।
×