ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জামায়াত কর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪০, ৬ জানুয়ারি ২০১৮

রাজশাহীতে জামায়াত কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাশকতার মামলায় পলাতক নাজমুল আজম পলাশ নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর নওদাপাড়া আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমুল নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের নাজিমুদ্দিন ম-লের ছেলে। পুলিশ জানান, শুক্রবার ভোরে নওদাপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে জামায়াত কর্মী নাজমুল আজম পলাশকে গ্রেফতার করা হয়। এইউবির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী ‘মানসম্মত শিক্ষা ও সেবার বছর ২০১৮’ স্লোগান নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এর পরই এইউবির ভিসি অধ্যাপক ড. আবুল হাসান সাদেকের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শুরু হয়। প্রো-ভিসি অধ্যাপক ড. এনামুল হক খান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফার সাদেক, ইঞ্জিনিয়ার এ এফ এম ফারুক, ট্রেজারার আবুল কালাম আযাদ, রেজিস্ট্রার ড.শাহ আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবুর রহমান,এম ইয়াসিন আলী, পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচী রয়েছে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিত্র প্রদর্শনী, পিঠা উৎসব, ফ্যামিলি দিবস। Ñবিজ্ঞপ্তি। ইস্ট ওয়েস্ট ভার্সিটির নবীনবরণ নানান আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল। বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৪ টি বিভাগ, নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ১৬০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্বনর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম, কোষাধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন। -বিজ্ঞপ্তি।
×