ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে ব্রিজ নির্মাণ দাবি

প্রকাশিত: ০৬:৩৯, ৬ জানুয়ারি ২০১৮

বাউফলে ব্রিজ নির্মাণ দাবি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ জানুয়ারি ॥ কনকদিয়া ইউনিয়নের উত্তর কনকদিয়া সরকারী প্রাইমারী স্কুলের কাছে কনকদিয়া ও ইন্দ্রোকুল খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটি দিয়ে প্রতিদিন ওই এলাকার শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করে। বর্তমানে ব্রিজটির স্লাব ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না। স্থানীয়রা ব্রিজটি পুনর্নির্মাণের জন্য দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কেউ সাড়া না দেয়ায় শুক্রবার কয়েক যুবক মিলে ব্রিজটি মেরামত কাজ শুরু করেন। রেজাউল করিম নামের এক যুবক বলেন, আমরা ব্রিজটি পুনর্নির্মাণের জন্য চেয়ারম্যান-মেম্বারসহ বিভিন জনের কাছে ধর্ণা দিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। ব্রিজটি খারাপ থাকায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। তাদের কথা চিন্তা করেই আমরা কয়েকজন মিলে স্বেচ্ছাশ্রম দিয়ে ব্রিজটি মেরামতের উদ্যোগ নিয়েছি। তিনি এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
×