ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পানছড়িতে রাজকীয় ছাগল

প্রকাশিত: ০৬:৩৮, ৬ জানুয়ারি ২০১৮

পানছড়িতে রাজকীয় ছাগল

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৫ জানুয়ারি ॥ পানছড়ির মোহাম্মদপুর এলাকার এক রাজকীয় ছাগলের কান্ড- দেখতে প্রতিদিন ছুটে আসে উৎসুক দর্শনার্থী। এই রাজকীয় ছাগলের মালিকের নাম জহির আহাম্মদ। মোহাম্মদপুর এলাকার প্রধান সড়কেই জহির আহাম্মদের চা দোকান। এই দোকানে প্রতিদিন ৩বার করে চা ও ৬/৭বার পান খেতে ছুটে আসে ছাগলটি। ছাগলের চা ও পান খাওয়ার প্রাণবন্ত দৃশ্য মনভরে উপভোগ করে দর্শনার্থীরা। এলাকার ইউপি সদস্য মতিউর রহমান জানায়, বছরখানেক ধরে ছাগলটি লালনপালন করছে জহির ভাই। এরি মাঝে ছাগলটির চা ও পান খাওয়ার দৃশ্য সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। আমি নিজেও প্রাণভরে উপভোগ করি। দিনেরবেলায় ছাগলটি বিভিন্ন এলাকায় চরে বেড়ালেও চা ও পান খাওয়ার সময় হলেই ছুটে আসে দোকানে। শুরু করে চেয়ারে উঠে নাচানাচি। মালিক জহির কাপে করে চা দেয়া মাত্রই কয়েক চুমুকেই শেষ করে দেয়। পরে মুখে পান দিলেই চলে যায় ঘাস খেতে নিজ গন্তব্যে। উৎসুক দর্শনার্থীরা জানায়, এটা আমাদের পানছড়ির রাজকীয় ছাগল।
×