ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় গাছের গুঁড়ি রেখে ফুটপাথ দখল

প্রকাশিত: ০৬:৩৭, ৬ জানুয়ারি ২০১৮

কলাপাড়ায় গাছের গুঁড়ি রেখে ফুটপাথ দখল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ জানুয়ারি ॥ উপজেলা সদর থেকে কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী হয়ে তুলাতলী থেকে বাবলাতলা বাজার পর্যন্ত চার-পাঁচটি পয়েন্টে স’ মিলে চেরাই করার গাছ ফেলে ফুটপাথ দখলের কারণে যানবাহন চলাচলে চরম ঝুঁকি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ঘটনার শঙ্কায় ভোগেন পথচারী। ওই এলাকায় মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসাসহ কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করছে দুর্ঘটনার শঙ্কা নিয়ে। যানবাহন চলাচলের সময় ফুটপাথ ব্যবহার করতে পারে না পথচারী। এছাড়া দুটি যানবাহন ক্রস করতে গিয়েও দুর্ঘটনার কবলে পড়ছে। কয়েকটি স’ মিলের মালিক সড়কের ফুটপাথ দখল করায় জনসাধারণের চলাচলে এমন ঝুঁকির শঙ্কা করেছে। এ নিয়ে এলজিইডিসহ সংশ্লিষ্ট কারও কোন মাথা ব্যথা নেই। একাধিক স’ মিল মালিক ও শ্রমিক এ বিষয় জিজ্ঞেস করলে নিরোত্তর থেকেছেন। বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, তিনি ফুটপাথ থেকে গাছ অপসারণের উদ্যোগ নেবেন। উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। স্কুল-মাদ্রাসার একাধিক শিক্ষক জানান স্কুলগামী শিশুদের ওই পথে চলাচলে উদ্বিগ্ন থাকেন তারা। অভিভাবকরাও শঙ্কায় থাকেন দুর্ঘটনার।
×