ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে নববধূকে অপহরণ

প্রকাশিত: ০৬:৩৭, ৬ জানুয়ারি ২০১৮

রাজশাহীতে নববধূকে অপহরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিয়ের দুইদিন পর এক নববধূ (২০) অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নববধূর কর্মস্থল উপশহর থেকে তাকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় নববধূর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপহরণের শিকার নববধূর বাড়ি নগরের হেতেমখা এলাকায়। তিনি উপশহর নিউমার্কেটের পাশের একটি কোচিং সেন্টারের শিক্ষিকা। গত মঙ্গলবার নগরের শালবাগান এলাকায় তার বিয়ে হয়। মেয়েটির স্বামী জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার স্ত্রী কোচিং সেন্টারে যায়। রাত ৮টার দিকে কোচিং সেন্টার থেকে বের হওয়ার পর সে অপহৃত হয়। তিনি আরও জানান, সাড়ে ৭টার দিকে মোবাইল ফোন বন্ধ পেয়ে এসএমএস পাঠানো হয়। রাত ৯টার দিকে তার স্ত্রী ফোন করে জানায় একটি মাক্রোবাসে করে তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ রয়েছে। অপহৃত মেয়েটির বাবা জানান, গত মঙ্গলবার নগরের শালবাগান এলাকায় মেয়েকে বিয়ে দিয়েছেন। তার মেয়ে উপশহর নিউমার্কেটের সামনে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করে। বৃহস্পতিবার রাত ৭টার পর থেকে মেয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজখবর নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
×