ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বইমেলায় রাশেদ রেহমানের ‘ক্যাপটেন’ নবম বর্ষপূর্তি সংখ্যা

প্রকাশিত: ০৬:২৬, ৬ জানুয়ারি ২০১৮

বইমেলায় রাশেদ রেহমানের ‘ক্যাপটেন’ নবম বর্ষপূর্তি সংখ্যা

স্টাফ রিপোর্টার ॥ কবি ও চলচ্চিত্রকার রাশেদ রেহমান সম্পাদিত বিশাল কলেবরে প্রকাশ হয়ছে সৃজনশীল সাহিত্য কাগজ ‘ক্যাপটেন’ নবম বর্ষপূর্তি সংখ্যা। তরুণ সাহিত্যিক ও পরিচালক রাশেদ রেহমান রচিত একাধিক গ্রন্থ ইতোমধ্যে প্রকাশ হয়েছে। আগামী বইমেলাতেও তার রচিত একাধিক গ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘টাইমলাইনের কবিতা’, উপন্যাস ‘আজিরন বেওয়া’র নতুন সংস্করণ, সেই সঙ্গে রয়েছে সাহিত্য পত্রিকা ‘ক্যাপটেন’সহ আরও কয়েকটি গ্রন্থ। বইগুলোর প্রকাশনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কবি রাশেদ রেহমান। এদিকে মির্জা সাখাওয়াত হোসাইনের ‘স্বপ্নযাত্রা’ নামে আরও একটি চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রাশেদ রেহমান। ইতোমধ্যে চলচ্চিত্রের শূটিং শুরু হয়েছে। তবে রাশেদ রেহমান রচি উপন্যাস ‘আজিরন বেওয়া’ কবি রাশেদ রেহমানকে আলাদা পরিচিত দিয়েছে। এই উপন্যাস অবলম্বনে বরেণ্য নির্মাতা মির্জা সাখাওয়াত হোসাইন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
×