ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মর্তুজা লিংকনের ‘ছায়াশিকারী’

প্রকাশিত: ০৬:২৬, ৬ জানুয়ারি ২০১৮

মর্তুজা লিংকনের ‘ছায়াশিকারী’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের তরুণ নির্মাতা ও প্রযোজক মর্তুজা লিংকন। বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় নাটক পরিচালনা করেছেন। একাধিক চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া সম্প্রতি ‘ভালবাসি তবুও দূরে’ নাটক পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। রংপুর জেলার পীরগঞ্জের সন্তান লিংকন পড়ালেখা করেছেন পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে। স্টামফোর্ড থেকে ফিল্ম এ্যান্ড মিডিয়া বিভাগে পড়াশোনা করেছেন। একাডেমিক শিক্ষার কারণেই তার স্বপ্ন চলচ্চিত্র নির্মাণের। এই মাধ্যমেই নতুন এবং ব্যতিক্রমী নির্মাণে মগ্ন থাকতে চান তিনি। পাশাপাশি সুযোগ পেলেই ছোট পর্দার জন্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণেও নিয়মিত হবেন স্বপ্ন দেখেন লিংকন। নতুন খবর হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় সম্প্রতি ‘ছায়াশিকারী’ নামে একটি থ্রিলার ওয়েব সিরিজ নির্মাণে হাত দিয়েছেন তরুণ প্রতিভাবান নির্মাতা মর্তুজা লিংকন। কিশোরগঞ্জের ভৈরবে ওয়েব সিরিজটির প্রথম পর্বের শূটিং হয়েছে। তানিম রেদওয়ানের গল্পে ওয়েব সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর, শরীয়া আহাদ, সাজিয়া রীতু, তন্ময়, দীবা প্রমুখ। আর এই সিরিজের চিত্রগ্রহণ করেছেন রাহাত বাপ্পী ও আসিফ আনসারী। পরিচিত ওয়েব প্ল্যাটফর্মে চলতি জানুয়ারি মাস থেকেই প্রচার সিরিজটি শুরু হবে জানিয়েছেন লিংকন। ওয়েব সিরিজটি প্রসঙ্গে নির্মাতা লিংকন বলেন, আমি টেলিভিশন নাটক নির্মাণে অভ্যস্ত। স্বপ্ন দেখি বড় পর্দায় কাজ করব। অবশ্য মাঝে মাঝে প্রামাণ্যচিত্র নির্মাণ করি। তবে ওয়েব সিরিজ এখন দর্শক আগ্রহের শীর্ষে। সে জায়গাকে স্পর্শ করার তাগিদে কাজটি করেছি। আশা করছি এটি দর্শকদের আনন্দ দেবে। ‘ছায়াশিকারী’র গল্প প্রসঙ্গে লিংকন বলেন, বোন কায়নাতকে ট্যুরে পাঠাতে ফাহাদের মত ছিল না। পরে বোনের আবদারের কাছে হার মেনে খুশি মনেই বোন ও তার বান্ধবী সায়মিকে ট্রেনে তুলে দেয় সে। কিন্তু পথে মানবপাচারকারী চক্রের শিকার হয় কায়নাত ও সায়মি। ঘটনা শোনার পর বোনকে উদ্ধার অভিযানে নামে ফাহাদ। পর্যায়ক্রমে বোনের দেয়া নানা সঙ্কেত পেতে থাকে। ঘুরতে গিয়ে মানবপাচার চক্রের কবলে পড়ে কায়নাত ও সায়মি নামের দুই বান্ধবী। তাদের অপহরণ করে রুজলান নামের এক মানবপাচারকারীর লোকজন। অপহৃত হওয়ার আগে ভাই ফাহাদকে কিছু মেসেজ দিয়ে যেতে সক্ষম হয় কায়নাত। বন্ধু রাহাতকে নিয়ে বোন এবং বোনের বান্ধবীকে উদ্ধার করতে ছোটে ফাহাদ। মুখোমুখি হয় রুজলানের। ফাহাদ কী পারবে তার বোনকে উদ্ধার করতে? এই প্রশ্নের উত্তর মিলবে থ্রিলার ওয়েব সিরিজ ‘ছায়াশিকারী’তে। থ্রিলার ওয়েব সিরিজ ‘ছায়াশিকারী’ যথেষ্ট আশাবাদী পরিচালক লিংকন। সাংস্কৃতিক মিডিয়া জগতে লিংকনের অবস্থান হুট করে উড়ে এসে জুড়ে বসা নয়। কিংবা পৈত্রিক সূত্রে পাওয়া অর্থে মনের বিলাসিতার জন্যও এই জগতে তিনি আসেননি। তিনি এসেছেন নিজের প্রতিভা দিয়ে যুদ্ধ করে মানুষের হৃদয়ে নিজের স্বাধীন আসন গড়তে। সে লক্ষ্যেই নিজের শিক্ষা এবং মেধাকে কাজে লাগিয়ে সংস্কৃতি অঙ্গনে একটা কিছু করে দেখানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লিংকন। তার যাত্রা শুভ হোক এই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×