ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:২৫, ৬ জানুয়ারি ২০১৮

রাজধানীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ স্কুল অঙ্গনজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ছোট ছোট ছেলে-মেয়েরা রং, পেন্সিল আর কাগজ নিয়ে যে যার মতো করে ছবি আঁকায় ব্যস্ত। কারও ছবিতে উঠে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনার, আবার কেউ আঁকছে জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলাসহ বিভিন্ন ফল ও পাতার ছবি। শিক্ষকরা এই ছোট্ট খুদে আঁকিয়েদের করছেন তদারকি। সম্প্রতি এমনই এক বিচিত্রময়তার ছাপ মিললো রাজধানীর জুরাইনের মুরাদপুর লালমিয়া সরকার রোডের ছায়া স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশন স্কুলে। বিজয় দিবস উপলক্ষে ওই স্কুলে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিলনা শিক্ষার্থীরা। সবাই যেন বিজয় উৎসবের আমেজে মাতোয়ারা। প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারণ করে দেয়া হয়েছে পর্যায়ক্রমে ‘ব’ অক্ষর, পাতা, আম, আপেল, জাতীয় পতাকা, জাতীয় ফুল ও শহীদ মিনার আঁকার জন্য। স্কুলের পরিচালক শরিফুর রহমান অপু বলেন, প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। শিক্ষার্থীরা মনের আনন্দে যে যার মতো করে আমাদের নির্ধারিত এই বিষয়গুলো এঁকে দেখায়। অসম্ভব ভাল আঁকে তারা। পড়ালেখার পাশাপাশি এদের মনন ও সৃজনে আমাদের এই আয়োজন। খুবই এনজয় করে সবাই। আমরা প্রত্যেক শ্রেণীর জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কারের ব্যবস্থাও করে থাকি।
×