ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তারকাদের ছাড়া রিয়ালের জয়, বার্সিলোনার ড্র

প্রকাশিত: ০৫:৪৮, ৬ জানুয়ারি ২০১৮

তারকাদের ছাড়া রিয়ালের জয়, বার্সিলোনার ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের শুরুটা রিয়াল মাদ্রিদের জয় দিয়ে হলেও হোঁচট খেয়েছে বার্সিলোনা। দল দু’টি স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নেমেছিল বৃহস্পতিবার রাতে। দু’দলই বেশিরভাগ সুপারস্টাদের বিশ্রাম দিয়েছিল। রিয়ালের হয়ে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও রামোসরা। তেমনি বার্সার হয়ে মাঠে ছিলেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। এতে রিয়াল উতরে গেলেও ধাক্কা খেতে হয়েছে বার্সাকে। শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক নুম্যান্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে গ্যালাক্টিকোরা। আর সেল্টা ভিগোর মাঠে ১-১ গোলে ড্র করে ফিরেছে বার্সিলোনা। প্রতিপক্ষের মাঠে রোনাল্ডো, রামোস ছাড়াও টনি ক্রুস, মার্সেলো ও লুকা মডরিচের মতো তারকা খেলোয়াড়কে ছাড়া খেলতে নামে রিয়াল। প্রথমার্ধের ৩৫ মিনিটে গ্যারেথ বেলের পেনাল্টি গোলে লিড নেয়া রিয়াল শেষ মুহূর্তে ইস্কোর আরেকটি পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করে। অতিরিক্ত সময়ে বোরজা মায়োরেলের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। আগামী বুধবার ঘরের মাঠে দ্বিতীয় বিভাগের দল নুম্যান্সিয়াকে আতিথ্য দেবে রিয়াল। তারকাদের বিশ্রাম দিয়ে এই ম্যাচে রিয়াল কোচ তরুণদের সুযোগ দেন। কোচের আস্থার প্রতিদানও দেন তারা। ম্যাচ শেষে কোচ জিদান বলেন, এখানে খেলতে আসাটা সহজ ছিল না। তারা (তরুণরা) ভাল খেলে আসছে। তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছিল। কিন্তু আমরা ভাল ফল পেয়েছি। এই খেলোয়াড়দের অনেকে নিয়মিত খেলে না এবং তারা এমন একটা দলের বিপক্ষে খুবই ভাল খেলেছে যারা হাল ছাড়ে না। যারা এ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে এবং ভাল কিছু অর্জন করেছে, তাদের জন্য আমি খুশি। কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলেও ফিরতি লেগ নিয়ে সতর্ক জিদান। ফরাসী গ্রেট বলেন, সবকিছু এখনও নিষ্পত্তি হয়ে যায়নি। দ্বিতীয় লেগেও আমরা অবশ্যই আরেকটি সিরিয়াস ম্যাচ খেলব। এ ম্যাচে দ্বিতীয়ার্ধে আমরা কিছু সমস্যায় পড়েছিলাম। তারা দশজনের দলে পরিণত হওয়ার পরও। কিন্তু সবমিলিয়ে আমি খুশি। গত ১৬ সেপ্টেম্বর ইনজুরিতে মাঠের বাইরে চলে যাওয়া উসমান ডেম্বেলে দীর্ঘ সময় পর বার্সিলোনার হয়ে মাঠে ফিরেছেন। সেল্টার মাঠে খেলার শেষ ২০ মিনিটের জন্য এই ফরাসী ফুটবলারকে মাঠে নামান কোচ আর্নেস্টো ভালভার্ডে। কিন্তু জয় পায়নি কাতালানরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫ মিনিটে লিড নেয় বার্সিলোনা। আন্দ্রে গোজেমের ক্রস থেকে গোলমুখের সামনে থেকে বুলেটগতির শটে সেল্টার জাল কাঁপান বার্সিলোনা ‘বি’ দলের খেলোয়াড় জোশে আরনাইজ। তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি সেল্টা ভিগো। ৩১ মিনিটে জোরালো শটে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের সমতায় ফেরান পিয়োনে সিস্টো। বিরতির পর জয়সূচক গোলের জন্য দুই দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। তবে সেল্টার ইয়াগো আসপাস এবং বার্সিলোনার সার্জিও বসকুয়েটস ও সার্জিও রবার্টোর শট পোস্টে লেগে ফিরলে কোন দলই এগিয়ে যেতে পারেনি। পরের লেগ নিজেদের মাঠে খেললেও এখন থেকেই সতর্ক বার্সা কোচ ভালভার্ডে। ম্যাচ শেষে তিনি বলেন, এটা অন্য একটা প্রতিযোগিতা এবং আমরা সেল্টার মান সম্পর্কে জানি। তারা সেটা লা লিগায় দেখিয়েছিল, আরেকবার দেখাল। বার্সা কোচ বলেন, ফিরতি লেগে তারা আমাদের মাঠে খেলতে আসবে এবং আমরাও খেলব। লা লিগা থেকে আমরা তাদের মান সম্পর্কে জানি। তাদের অনেক শ্রদ্ধা করি। এখনও সবকিছু নিষ্পত্তি হয়ে যায়নি। আমাদের সেরাটাই খেলতে হবে।
×