ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেপটাউনে ভারতের দুর্দান্ত শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ৬ জানুয়ারি ২০১৮

কেপটাউনে ভারতের দুর্দান্ত শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ২৫ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনই সিরিজ জিততে পারেনি ভারত। আকাশে উড়তে থাকা বিরাট কোহলিদের এবারের সফর ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে তাই ব্যাপক আগ্রহ। ব্যর্থতার ইতিহাস ঘুচবে কি না সময়েই তার উত্তর মিলবে। তবে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অভিষিক্ত জাসপ্রিত বুমরাহদের দুরন্ত বোলিংয়ে কেপটাউনে প্রথম টেস্টে অতিথিদের শুরুটা কিন্তু হয়েছে স্বপ্নের মতো। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। দিনের পঞ্চম ওভারেই ডিন এলগার (০), এইডেন মারক্রাম (৫) ও হাসিম আমলাকে (৩) সাজঘরে পাঠিয়ে প্রোটিয়াদের ১২/৩-এ পরিণত করেন ভুবনেশ্বর। ভারত এশিয়ার বাইরে কোন টেস্টের প্রথম ইনিংসে এরচেয়ে কম রান দিয়ে ৩ উইকেট পেয়েছিল একবারইÑ এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৬-২০০৭ মৌসুমে, জোহানেসবার্গে। ঘোরতর বিপদে পড়া প্রোটিয়াদের এরপর টেনে তুলেছেন অনেকদিন পর সাদা পোশাকে ফেরা এবি ডি ভিলিয়ার্স (৬৫) ও অধিনায়ক ডুপ্লেসিস (৬২)। দুজনই আউট হয়েছেন হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পরপরই। শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে কি চাপের মুখেই না পড়েছিল প্রোটিয়ারা। ১২ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারানোর পর লাঞ্চ পর্যন্ত চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই বিপর্যয় সামাল দেন এবি ও ফ্যাফ। ভুবনেশ্বর নিজের প্রথম তিন ওভারে তুলে নেন ৩ উইকেট। সফরকারী পেসারের করা ইনিংসের তৃতীয় বলেই উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন গত বছর ৫টি টেস্ট সেঞ্চুরি করা ডিন এলগার। বাঁহাতি এই ব্যাটসম্যান নতুন বছরে ‘ডাক (০)’ উপহার দেন ভুবি। তার পরের ওভারে এলবিডব্লিউ হয়ে ফেরেন আরেক ওপেনার এইডেন মার্করাম। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে দুটি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান ৫ রানের বেশি করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসা হাশিম আমলাও (৩) প্রথম ইনিংসে ব্যর্থ। ওই ভুবনেশ্বরের পরের ওভারে তিনিও ঋদ্ধিমানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ঘোরতর বিপদের মাঝেও অনেকটা ওয়ানডে স্টাইলে ৮৪ বলে ১১ চারের সাহায্যে ৬৫ রান করে অভিষিক্ত বুমরাহর বলে বোল্ড হন অনেকদিন পর টেস্ট খেলতে নামা তুখোড় এই ব্যাটসম্যান। ১০৪ বলে ১২ চারের সাহায্যে ৬২ রান করে হারদিক পা-িয়ার শিকারে পরিণত হন অধিনায়ক ডুপ্লেসিস। কুইন্টন ডি কক ৪৩, ভারনন ফিল্যান্ডার ২৩ ও কেশভ মহারাজ ৩৫ রান করে আউট হয়েছেন। ২০১৬ সালের নবেম্বরের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন আফ্রিকান পেসার স্টেইন। স্বাগতিকরা একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে। অভিষিক্ত বুমরাহকে নিয়ে সফরকারী ভারতও তাই।
×