ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্সা ছাড়বেন মেসি!

প্রকাশিত: ০৫:৪৭, ৬ জানুয়ারি ২০১৮

বার্সা ছাড়বেন মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক নাটকীয়তার পর বার্সিলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়ন হয়েছে। এরপরও তার ন্যুক্যাম্প ছাড়ার গুঞ্জন থামেনি। শুক্রবার স্প্যানিশ সংবাদ মাধ্যমে আবারও মেসি বার্সা ছাড়তে পারেন এমন খবর এসেছে। বর্তমানে মেসির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি বার্সিলোনার। তবে পরিস্থিতি তৈরি হলে তার আগেই ন্যুক্যাম্প ছাড়তে পারবেন আর্জেন্টাইন সুপারস্টার। নতুন চুক্তিনামায় নাকি এমন শর্তও উল্লেখ আছে। স্পেন থেকে স্বাধীন হওয়ার জন্য লড়ছে কাতালুনিয়া। স্বাধীনতা যদি কার্যকর হয় এবং কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হয়ে যায় তবে বার্সিলোনা ছাড়তে পারবেন মেসি। গত বছরের নবেম্বরে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন মেসি। নতুন চুক্তিতে মেসির বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো। কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে আইনে সংশোধনী না আনলে স্পেনের শীর্ষ লীগে খেলার মর্যাদা হারাবে বার্সিলোনা। তবে এক্ষেত্রে কাতালান ক্লাবটি যদি ইংলিশ, জার্মান কিংবা ইতালিয়ান লীগে খেলার সুযোগ পায় তবে বার্সিলোনাতেই থাকবেন মেসি।
×