ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেনঝেনের সেমি থেকে বিদায় শারাপোভার

প্রকাশিত: ০৫:৪৭, ৬ জানুয়ারি ২০১৮

শেনঝেনের সেমি থেকে বিদায় শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম কোন টুর্নামেন্টে নেমেছিলেন। চীনের শেনঝেনে শুরু থেকেই বেশ ভাল যাচ্ছিল মারিয়া শারাপোভার। কিন্তু সেমিফাইনালে গিয়ে তার অভিযান শেষ হয়ে গেছে। সাবেক এ বিশ্বসেরা রাশিয়ান টেনিস তারকা চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভার কাছে তিন সেটের দীর্ঘ লড়াইয়ে হেরে যান। ফাইনালে ওঠা চেক তারকা সিনিয়াকোভা গত আসরেও শিরোপা জিতেছিলেন শেনঝেনের। অপরদিকে ব্রিসবেন ইন্টারন্যাশনালে মেয়েদের এককে ফাইনালে উঠেছেন বেলারুশের আলিয়াক্সান্দ্রা সাসনোভিচ। ডোপ পাপের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই সংগ্রাম করছেন রাশিয়ান সুন্দরী শারাপোভা। তখন থেকে বেশ কিছু আসরে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছেন এবং নিজের পারফর্মেন্সে ধারাবাহিকতা দেখাতে পারেননি। তবে ধীরে ধীরে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন। আর ফেরার পর গত অক্টোবরে একমাত্র শিরোপা জিতেছেন চীনের তিয়ানজিন ওপেনে। এ সপ্তাহে র‌্যাঙ্কিং আপডেট করার পর তিনি সেরা ৫০-এ উঠে আসবেন। তার আগে শেনঝেনে দারুণ সুযোগ ছিল যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার। সেভাবেই চলছিল সবকিছু। বেশ ছন্দ নিয়েই খেলে যাচ্ছিলেন। কিন্তু শেষ চারে এসে হোঁচট খেলেন মাশা। গত আসরের চ্যাম্পিয়ন ষষ্ঠ বাছাই চেক তরুণী সিনিয়াকোভার কাছে ৬-২, ৩-৬, ৬-৩ সেটে হার মানেন তিনি। ৩০ বছর বয়সী সিনিয়াকোভা ফাইনালে বিশ্বের এক নম্বর হ্যালেপের মুখোমুখি হবেন।
×