ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?

প্রকাশিত: ০৫:৪৬, ৬ জানুয়ারি ২০১৮

কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) যা বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি নামে সুপরিচিত। ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ধারা চালু করেছিল। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কয়েক ’শ ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদার এই পুরস্কার। তারই ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বিকেল সাড়ে ৩টায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এবারের পুরস্কার বিজয়ীরা হলেন- বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত তিন) : সাকিব আল হাসান (ক্রিকেট), অর্ণব সারার লাদিফ (শূটিং) ও জাফর ইকবাল (ফুটবল); পপুলার চয়েজ এ্যাওয়ার্ড (মনোনীত চার) : সাকিব আল হাসান (ক্রিকেট), মাশরাফি মর্তুজা (ক্রিকেট), মাহমুদুল্লাহ (ক্রিকেট), জাফর ইকবাল (ফুটবল); বর্ষসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, বর্ষসেরা ফুটবলার জাফর ইকবাল, বর্ষসেরা দাবাড়ু এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, বর্ষসেরা শূটার অর্ণব সারার লাদিফ, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, উদীয়মান এ্যাথলেট জহির রায়হান, বর্ষসেরা কোচ সালাউদ্দিন (ক্রিকেট), বর্ষসেরা সংগঠক মাহফুজা আক্তার কিরণ (ফুটবল), তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব মফিজউদ্দিন (ফুটবল), বর্ষসেরা স্পন্সর রবি, বিশেষ সম্মাননা আব্দুস সালাম মুর্শেদী (ফুটবল) ও বাদল রায় (ফুটবল)। ৪ জানুয়ারি পর্যন্ত বিএসপিএ’র ওয়েবসাইট বিএসপিএ ডটকম ডট বিডিতে গিয়ে ভোট দিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। প্রতিদিন ভোটদাতাদের মধ্য থেকে বাছাই করা হয় বিজয়ী। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ক্রিকেটারদের অটোগ্রাফ দেয়া ব্যাট, স্কয়ারের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ।
×