ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাস্তির মুখে ওয়েঙ্গার

প্রকাশিত: ০৫:৪৬, ৬ জানুয়ারি ২০১৮

শাস্তির মুখে ওয়েঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ রেফারির সমালোচনা করে বিপাকে পড়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে তার দল আর্সেনাল ১-১ গোলে ড্র করে ওয়েস্টব্রুমের সঙ্গে। ম্যাচে প্রতিপক্ষকে বিতর্কিত পেনাল্টি দেয়ায় খেলা শেষে রেফারির কঠোর সমালোচনা করেন আর্সেনাল কোচ। ওই ম্যাচটি ছিল ফরাসী কোচের মাইলফলক ছোঁয়ার ম্যাচ। তবে রেফারির সমালোচনা করায় ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) ওয়েঙ্গারের বিপক্ষে অভিযোগ গঠন করেছে। অভিযোগের সন্তোষজনক জবাব দিতে না পারলে শাস্তির মুখে পড়বেন এই ফরাসী কোচ। এফএ’র অভিযোগ গঠনের পর শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে ওয়েঙ্গারকে জবাব দিতে বলা হয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এফএ। যে ম্যাচে অভিযুক্ত হন ওই ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনকে পেছনে ফেলে আর্সেনালের কোচ হিসেবে ৮১১তম ম্যাচে দায়িত্ব পালনের নতুন রেকর্ড গড়েন অভিজ্ঞ ওয়েঙ্গার। কিন্তু তার এই অর্জন এফএ’র অভিযোগের ভিত্তিতে কিছুটা হলেও ম্লান হয়ে যাবে। ওই ম্যাচ শেষে রেফারি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গানার্স বস বলেন, পেশাদার আঙ্গিনায় আসার পর বহু বছর আগে আমি রেফারির সঙ্গে লড়াই করেছিলাম।
×