ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া-তাহসিনের জয়

প্রকাশিত: ০৫:৪৫, ৬ জানুয়ারি ২০১৮

জিয়া-তাহসিনের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মুম্বাইয়ে আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৪ পয়েন্ট করে, আবুল কাশেম ২ পয়েন্ট এবং মাসুম রাহী দেড় পয়েন্ট অর্জন করেন। ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়া ভারতের এম প্রাণেশকে হারান। শাকিল ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তার কাছে, কাশেম ভারতের সাভালগুন্ড নিরঞ্জনের কাছে এবং রাহী ভারতের আর সুদর্শনের কাছে হেরে যান। শ্রীলঙ্কার ওয়ানডে নেতৃত্ব হারালেন থিসারা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরে আসার আগে আরেকটি পরিবর্তন আসলো শ্রীলঙ্কা ক্রিকেট দলে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক থেকে অপসারিত হয়েছেন পেস অলরাউন্ডার থিসারা পেরেরা। নতুন কোচ চান্দিকা হাতুরাসিংহে দায়িত্ব পাওয়ার পর থেকেই বেশ কিছু পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার ক্রিকেটে। এর সর্বশেষটি পেরেরার নেতৃত্ব হারানো। গত নবেম্বরের মাঝামাঝি লঙ্কান ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছিলন থিসারা। অভিজ্ঞ উপুল থারাঙ্গার কাছ থেকে দায়িত্ব পেয়ে যান তিনি। কিন্তু ওয়ানডেতে দলের ধারাবাহিক ব্যর্থতায় থিসারাকে এবার সরিয়ে দেয়া হলো আসন্ন বাংলাদেশ সফরের আগেই। বাংলাদেশ সফরে ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুইয়ের বিরুদ্ধে খেলবে লঙ্কানরা। এখনও থিসারার পরিবর্তে নতুন অধিনায়কের নাম জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে তারা জানিয়েছে কোচ হাতুরাসিংহের সঙ্গে শলা-পরামর্শ করেই নতুন অধিনায়ক মনোনীত করা হবে। এ বিষয়ে এসএলসি প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ‘এই আলোচনার সময় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে তারা অধিনায়ক হিসেবে এ্যাঞ্জেলো ম্যাথুস কিংবা দিনেশ চান্দিমালের কথা বিবেচনা করছেন।
×