ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে না খেললে পাক ক্রিকেট মরে যাবে না ॥ মিয়াঁদাদ

প্রকাশিত: ০৫:৪৫, ৬ জানুয়ারি ২০১৮

ভারতের সঙ্গে না খেললে পাক ক্রিকেট মরে যাবে না ॥ মিয়াঁদাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ময়দানী লড়াই ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ। সার্বিক দিক বিবেচনায়- বাণিজ্যিকভাবে সবচেয়ে লাভজনক, আবেগ, আবেদনের ক্ষেত্রে এবং ক্রিকেটভক্ত-সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ময়দানী ক্রিকেট লড়াই। কিন্তু শুধু আইসিসির ইভেন্টগুলো ছাড়া সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে কোন ক্রিকেট লড়াই দেখা যায় না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেকবারই প্রচেষ্টা চালিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। শেষ পর্যন্ত পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান সেই চেষ্টায় ক্ষান্ত দিয়ে জানিয়েছেন নিকট ভবিষ্যতে আপাতত ভারতের সঙ্গে কোন সিরিজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। তবে পাক ক্রিকেটাররাও বারবারই চেয়েছেন ভারতের বিরুদ্ধে খেলতে। এত আকুতি যে সিরিজটি নিয়ে সে বিষয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিঁয়াদাদ দাবি করলেন ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে চিন্তাটা ভুলে যাওয়াই উচিত। তিনি দাবি করেন ভারতের বিরুদ্ধে না খেললে পাক ক্রিকেট মরে যাবে না এবং কোন ক্ষতিসাধনও হবে না। গত বছর পাকিস্তান ক্রিকেট দারুণ কিছু অর্জনে হয়েছে উদ্ভাসিত। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোন আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। জুনে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয় করে সবাইকে চমকে দেয় তারা। আবার টেস্ট ক্রিকেটেও বিশ্বের এক নম্বর দলে পরিণত হয় তারা। অথচ দলটি ঘরের মাটিতে ৮ বছর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায়নি বিদেশী কোন দল পাক সফর থেকে বিরত হওয়ার কারণে। তবে গত বছর যে সফলতা পেয়েছে পাকরা সে কারণেই আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দ্বারটাও উন্মুক্ত হয়েছে বেশ ভালভাবে। সেপ্টেম্বরে আইসিসি গঠন করে বিশ্ব একাদশ এবং তিন ম্যাচের টি২০ সিরিজ খেলে পাকিস্তানের মাটিতে। এর আগে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে, যার মাধ্যমে বিদেশী অনেক ক্রিকেটারই পা রাখেন পাক ভূমিতে। বছরের শেষভাগে শ্রীলঙ্কা ক্রিকেট দলও একটি টি২০ ম্যাচ খেলে। সবমিলিয়ে বেশ সুবাতাস এখন পাক ক্রিকেটে। নতুন বছরে এখন সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ তাদের। একই সময়ে তিন ফরমেটের অপ্রতিরোধ্য দল হয়ে ওঠা ভারতের সঙ্গে কোন দ্বিপাক্ষিক সিরিজ নেই। কালেভদ্রে শুধু কিছু আইসিসি ইভেন্টে সাক্ষাত ঘটে দু’দলের। রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনটা ক্রিকেটকেও করেছে ক্ষতিগ্রস্ত। এ বিষয়টিকে উপেক্ষা করে পিসিবি বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট আয়োজনের। কিন্তু বিসিসিআই কিছুটা নমনীয় হলেও ভারত সরকার বিন্দুমাত্র টলেনি। অনুমোদন দেয়নি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার। শেষ পর্যন্ত পিসিবি চেয়ারম্যান হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছেন এবং বলেছেন, ‘নিকট ভবিষ্যতে ভারতের সঙ্গে কোন সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।’ কিন্তু সাবেক অধিনায়ক ও কোচ মিঁয়াদাদ এটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত হচ্ছেন না। তিনি বলেন, ‘তারা আমাদের সঙ্গে খেলতে চায় না, সুতরাং এটা এভাবেই থাকুক। আমাদের ক্রিকেট মরে যাবে না যদি আমরা ভারতের বিরুদ্ধে না খেলি। তাদের পুরোপুরি ভুলে গিয়ে আমাদের এগিয়ে চলা উচিত।’ দেশের হয়ে ১২৪ টেস্ট খেলা এ কিংবদন্তি ব্যাটসম্যান মনে করেন পিসিবির বারবার বিসিসিআইয়ের কাছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য ভিক্ষা কামনা করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ‘তারা গত ১০ বছর আমাদের সঙ্গে টেস্ট খেলেনি তো কি হয়েছে? আমাদের ক্রিকেট কি পতিত হয়েছে? না, আমরা অনেক ভাল করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় একটা উদাহরণ। পাকিস্তানের ক্রিকেট কখনও মরে যেতে পারে না। ২০০৯ সাল থেকে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হলেও আমরা বেশ ভালভাবে টিকে আছি। এখন পিসিবি আর্থিকভাবেই বেশ সুস্থির অবস্থায় আছে।’
×