ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবকে কলকাতা মুস্তাফিজকে হায়দরাবাদ ছেড়ে দিল

প্রকাশিত: ০৫:৪৪, ৬ জানুয়ারি ২০১৮

সাকিবকে কলকাতা মুস্তাফিজকে হায়দরাবাদ ছেড়ে দিল

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই জানা ছিল, সাকিব আল হাসানকে এবার আর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে রাখবে না। ছেড়ে দেবে। তাই হলো। সাকিবকে কলকাতা ধরে রাখল না। আর মুস্তাফিজুুর রহমানকেও ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দুইজনই নিলামে উঠবেন। ব্যাঙ্গালুরুতে যে নিলাম এ মাসের ২৭ ও ২৮ তারিখ হবে। বৃহস্পতিবার সাকিব জানিয়েছিলেন, আইপিএল নিয়ে তার আগ্রহ কমতির কথা। যখনই প্রশ্ন উঠলো কেকেআর ছেড়ে দিচ্ছে তখনই সাকিব জানান, ‘এখানে কেমন লাগার কোন বিষয় নেই। নিলামে নাম থাকবে যদি কেউ পিক করে তাহলে আলহামদুলিল্লাহ্। আর না করলে কোন ব্যাপার না।’ বৃহস্পতিবার রাতেই যে দলগুলো ক্রিকেটার ধরে রেখেছে তা জানা যায়। সাকিব ও মুস্তাফিজের নিলামে ওঠার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। এবার আইপিএলে দলগুলোতে গত মৌসুমের ক্রিকেটার ধরে রাখার বিষয়ে কড়াকড়ি নিয়ম করে দেয়া হয়েছে। দল সংখ্যা বাড়ার কারণে দলে রাখার সংখ্যাও কমিয়ে দেয়া হয়েছে। আগের স্কোয়াড থেকে ধরে রাখা যাবে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার। তাদের মধ্যে বিদেশী থাকতে পারবেন সর্বোচ্চ দুইজন। কলকাতা নাইট রাইডার্সের সেই তালিকায় সাকিব আল হাসানের থাকা তাই কঠিনই ছিল। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ সময়। এরপর তালিকা প্রকাশ করে বিসিসিআই। সাকিব তার আইপিএল ক্যারিয়ারের পুরোটাই খেলেছেন কলকাতায়। কলকাতা ছাড়া অন্য কোন দলে খেলেননি। ২০১১ সাল থেকেই কলকাতার হয়ে খেলছেন। এখন তো কলকাতায় একমাত্র বাঙালী ক্রিকেটারও ছিলেন সাকিব। মাঝ পথে ২০১৪ সালেও একবার সাকিবকে ধরে রাখেনি কলকাতা। পরে আবার নিলাম থেকে কিনে নেয়। ২০১১ আইপিএলের নিলামে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নেয় দলটি। সেই আসরে খেলেন ৭ ম্যাচ। পরের আসরে খেলেছেন ৮ ম্যাচ। খেলতে পারেননি ২০১৩ আসরে। ২০১৪ আইপিএলে সাকিবকে ধরে রাখেনি কলকাতা। তবে আবারও কিনে নেয় নিলাম থেকে এবার ২ কোটি ৮০ লাখ রুপীতে। সেবারই সর্বোচ্চ ১৩টি ম্যাচ খেলেন সাকিব। ২০১৫ আসরে খেলেন ৪ ম্যাচ, ২০১৬ আসরে ১০টি। সর্বশেষ গত বছর খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচে। আইপিএল ক্যারিয়ারে ২১.৬৫ গড়ে ৪৯৮ রান করেছেন সাকিব, ওভার প্রতি ৭.১৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ৪৩টি। ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে খেলেন মুস্তাফিজ। প্রথমবারেই হায়দরাবাদের হয়ে খেলে চমক দেখান। আইপিএল কাঁপিয়ে দেন। মাতিয়ে দেন। সেই আসরে ১৬টি ম্যাচ খেলেন মুস্তাফিজ। কিন্তু ২০১৭ সালের আইপিএলে একটি ম্যাচের বেশি খেলার সুযোগ হয়নি মুস্তাফিজের। ২০১৬ সালে ১৭টি উইকেট নিলেও ২০১৭ সালে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। এবার হায়দরাবাদ তাকে ধরে রাখেনি। সাকিব ও মুস্তাফিজকে তাই নিলামে উঠতে হবে। শুধু সাকিব, মুস্তাফিজই নন, বাংলাদেশ থেকে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু নিলামে উঠবেন। বাংলাদেশ থেকে এবার মোট ৮ ক্রিকেটারের নাম দেয়া হয়েছে। সাকিবকে কলকাতা ও মুস্তাফিজকে হায়দরাবাদ দলে নেয়নি। তবে সুনীল নারাইন (৮.৫ কোটি রুপী মূল্য) ও আন্দ্রে রাসেলকে (৭ কোটি রুপী মূল্য) ঠিকই ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি দলগুলোর মধ্যে চেন্নাই সুপার কিংস মাহেন্দ্র সিং ধোনি (১৫ কোটি), সুরেশ রায়না (১১ কোটি) ও রবীন্দ্র জাদেজাকে (৭ কোটি) ধরে রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা (১৫ কোটি), হার্দিক পা-িয়া (১১ কোটি), জসপ্রিত বুমরাহকে (৭ কোটি), রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলি (১৭ কোটি), ডি’ভিলিয়ার্স (১১ কোটি) ও সরফরাজ খানকে (১.৭৫ কোটি), দিল্লী ডেয়ারডেভিলস ঋষব পান্থ (৮ কোটি), ক্রিস মরিস (৭.১ কোটি) ও শ্রেয়াস আইয়ারকে (৭ কোটি), কিংস ইলেভেন পাঞ্জাব অক্ষর প্যাটেলকে (৬.৭৫ কোটি), রাজস্থান রয়েলস স্টিভেন স্মিথকে (১২ কোটি) এবং সানরাইজার্স হায়দরাবাদ ডেভিড ওয়ার্নার (১২ কোটি) ও ভুবনেশ্বর কুমারকে (৮.৫ কোটি) ধরে রেখেছে।
×