ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোগীদের স্বার্থ বিবেচনায় বিএসএমএমইউতে কার্যক্রম চলছে ॥ ভিসি কামরুল

প্রকাশিত: ০৫:৩৪, ৬ জানুয়ারি ২০১৮

রোগীদের স্বার্থ বিবেচনায় বিএসএমএমইউতে কার্যক্রম চলছে ॥ ভিসি কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও চিকিৎসাবিষয়ক গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার নেয়ার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রকফেলার ফাউন্ডেশন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, সিএমএইচ, ইউনিসেফ, জন হপকিন্স, শিকাগো ইউনিভার্সিটি, মাহিদোল বিশ্ববিদ্যালয়, কানাডার নভেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে প্রতিদিন ৮ হাজার রোগী সেবা নিচ্ছেন। এ থেকেই প্রমাণিত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রেসিডেন্ট শিক্ষার্থীদের জন্য মাসিক ২০ হাজার টাকা পারিতোষিকের ব্যবস্থা করা হয়েছে। অধিভুক্ত রেসিডেন্ট শিক্ষার্থীদের জন্য কোন টাকাই বরাদ্দ ছিল না। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কোন ধরনের বাণিজ্য নয়, বরং রোগীর স্বার্থ, উচ্চতর ডিগ্রী অর্জনের অভিপ্রায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর স্বার্থ, উন্নত গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত চিকিৎসাসেবার মান ও সুযোগ বৃদ্ধির কথা বিবেচনায় নিয়েই এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা, চিকিৎসাসেবাসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপাচার্যের কার্যালয়ে এ ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অনারারি ক্লিনিক্যাল লেকচারার ডাঃ মনজুর শওকতের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের যৌথ গবেষণার প্রয়াস, রোগীর উন্নত সেবা বৃদ্ধিকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় উপাচার্য এ কথা বলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী, ডিপার্টমেন্ট অব অটোল্যারিংগোলজি হেড, নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার উপস্থিত ছিলেন। বিশ্বসেরা চিকিৎসক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, রোগীর সর্বক্ষণিক সেবাদান ও সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে বিশ্বসেরা চিকিৎসক হতে হবে। মেডিক্যালে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত অবস্থায় প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। রোগীর বেডে বসে রোগীর রোগের বিবরণী লিখতে হবে, দরদী মনের মানবিক গুণসম্পন্ন সৎ, দক্ষ ও যোগ্য চিকিৎসক হতে যা যা করণীয় সবই করতে হবে। হাসপাতালে আসা রোগীর আর্তনাত সেবার মাধ্যমে দূর করতে হবে। উপাচার্য আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের বেদনা ও দু’লাখ বোনের সম্ভ্রম হারানোর যন্ত্রণা আমাদের অনুধাবন করে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটরিয়ামে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪২টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটে অধ্যয়নরত রেসিডেন্টদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। অতিথির বক্তব্য রাখেন সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। Ñবিজ্ঞপ্তি।
×