ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে বিএনপির কর্মসূচীকালে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৫:৩৩, ৬ জানুয়ারি ২০১৮

সারাদেশে বিএনপির কর্মসূচীকালে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া  পাল্টাধাওয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস অভিহিত করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারা দেশে শুক্রবার কালো পতাকা মিছিল কর্মসূচী পালন করেছে। মিছিল করার সময় কয়েকটি জেলায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করার পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদাতাদের। কেরানীগঞ্জ ॥ দলীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল করার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ছাত্রদল ও যুবদলের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জিনজিরা মনু বেপারীর ঢাল এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-হাসান, জনি, আক্তার হোসেন, পলাশ, লোকমান ও আওলাদ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিলের নামে জিনজিরা-দোহার- নাবাবগঞ্জ ব্যস্ততম সড়কটি বন্ধ করে দেয় এবং যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ জানমাল রক্ষার্থে ফাঁকা গুলি ছোঁড়ে। ওসি আরও জানান, গাড়ি ভাংচুর করার সময় ৬জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাজশাহী ॥ নাশকতার আশঙ্কায় রাজশাহীতে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। তবে পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা রাস্তা আটকে সংক্ষিপ্ত সমাবেশ করে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে এ কর্মসূচীর আয়োজন করে নগর বিএনপি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে কালোপতাকা মিছিল বের করে নগর বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মিছিলটি মালোপাড়া মোড়ের দিকে ১০গজ এগুনোর পর পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএনপি নেতারা রাস্তা আটকে সংক্ষিপ্ত সমাবেশ করে। বরিশাল ॥ গণতন্ত্র হত্যা ও কালো দিবস পালন উপলক্ষে নগরীসহ জেলার দু একটি জায়গায় কয়েকটি মিছিল করেছে বিএনপি। বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, পুলিশ সকাল থেকে তাকে তার বাস ভবনের সামনে অবস্থান করে অবরুদ্ধ করে রাখে। তবে পুলিশের পক্ষ থেকে তার (সরোয়ার) বক্তব্যের দ্বিমত প্রকাশ করে জানানো হয়েছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তার বাসার কাছে অবস্থান নিয়ে ছিল। রংপুর ॥ বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার সকালে জেলা ও মহানগর বিএনপি মিছিল বের করলে পুলিশের বাধায় তারা রাজপথে নামতে পারেনি। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের ধস্তাধস্তি হয়। পরে তারা গ্রান্ড হোটেল মোড়েই দলীয় কার্যালয়ের সামনে পথ সভা করে। মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পদক রইচ আহমেদ, মহানগর কমিটির সাধারণ সম্পদক শহিদুল ইসলাম মিজু, যুবদলের সভাপতি নাজমুল হক নাজু প্রমুখ। চট্টগ্রাম ॥ কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে চট্টগ্রামে বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করেছে। কিন্তু কালো পতাকা নিয়ে মিছিল করতে পারেনি। বিএনপি চট্টগ্রামে ‘গণতন্ত্র হত্যা দিবস’ নগরীর কাজির দেউরি মোড়ে অনুমতি চেয়েছিল। কিন্তু সিএমপি তাদের অনুমতি দেয়নি। ফলে তারা বাধ্য হয়ে নাসিমন ভবনের সংগঠন কার্যালয়ের অদূরে কর্মসূচি সম্পন্ন করেছে। বিকেলে সমাবেশকে কেন্দ্র করে কয়েকটি স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। পুলিশ নাসিমন ভবনের সামনের দিকে যাওয়ার সময় অনেকের হাত থেকে কালোপতাকা কেড়ে নেয়। এ সময় কয়েকজন কর্মীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। খুলনা ॥ শুক্রবার দুপুরে খুলনায় বিএনপির মিছিলে পুলিশের বাধা দিলে দলটির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া হয়। লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ ও ইটপাটকেলের আঘাতে ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ বিএনপির ৫কর্মীকে আটক করে। বিএনপি নেতারা অভিযোগ করেন বিনা উস্কানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আটকের বিষয়টি স্বীকার করলেও বিনা উস্কানিতে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান। বান্দরবান ॥ জেলা বিএনপি শহরের বাজারের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে তা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোরশেদ বিন ওমরসহসহ ৩জনকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলা শহরের বাজারের দলীয় কার্যালয় থেকে বিএনপি কালোপতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকার মাদ্রাসা শপিং কমপ্লেক্সের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় এবং ৩ জনকে আটক করে।
×