ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেকর্ড তুষার ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা

প্রকাশিত: ০৫:৩১, ৬ জানুয়ারি ২০১৮

রেকর্ড তুষার ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা

জনকণ্ঠ ডেস্ক ॥ ১৯২১ সালের পর রেকর্ড তুষার ঝড়ে বিপর্যস্ত গোটা উত্তর আমেরিকা। এতে কমপক্ষে ১৭ মার্কিনী মারা গেছে। বাতিল করা হয়েছে ছয় হাজার ফ্লাইট। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ২৪ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমেছে। ওই এলাকার ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে এই তুষার ঝড়কে ‘বোমা সাইক্লোন’ বলা হচ্ছে। খবর বিবিসি, এএফপি ও সিএনএন অনলাইনের। বিরূপ আবহাওয়ায় শুক্রবার সকাল পর্যন্ত নিউইয়র্ক এবং নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন বছরের প্রথম প্রহরে শুরু হাড় কাঁপানো শৈত্যপ্রবাহের অবনতি ঘটে বৃহস্পতিবার ভোরে। হিমাঙ্কের নিচে তাপমাত্রার সঙ্গে যোগ হয় ৫০ থেকে ৬০ মাইল বেগে প্রবাহিত তুষার ঝড়। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের সাউথ ক্যারলিনা, নর্থ ক্যারলিনা, উইসকনসিন, মিজৌরি, মিশিগান, নর্থ ডাকোটা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডিসি, পেনসিলভানিয়া, ডেলাওয়ার, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, নিউ হ্যামশায়ার, ভারমন্ট, নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রায় দেড় কোটি বাসিন্দা বৃহস্পতিবার সকাল থেকে এক রকম গৃহবন্দী হয়ে পড়েছে। তীব্র ঠা-ায় ১৭ জনের মৃত্যুর খবর দিয়ে ফেডারেল সরকারের পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে উইসকনসিনে ছয়, টেক্সাসে চার, নর্থ ক্যারোলিনায় চার, মিজৌরি, মিশিগান ও নর্থ ডাকোটায় একজন করে মারা গেছে। এসব এলাকায় ১২ ইঞ্চি থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের কথা জানিয়ে বৃহস্পতিবার রাতের জাতীয় আবহাওয়া বার্তায় বলা হয়, এছাড়া বস্টন ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে। গলে যাওয়া বরফের পানিতে ডুবে যায় বস্টনের রাস্তা। দুর্যোগের কারণে নিউইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, প্রভিডেন্স, রোড আইল্যান্ডসহ ১১টি শহরের সব স্কুলে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। সরকারী অফিসে উপস্থিতির ওপর ছিল না কোন বাধ্যকতা। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ম্যাসেচুসেটস ও কানেকটিকাট অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকায় জরুরী অবস্থা জারি করা হয়। লোকজনকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন রাজ্য গবর্নরেরা। নিউইয়র্ক এবং নিউজার্সির বিভিন্ন এয়ারপোর্টের দুই হাজার ফ্লাইটসহ বস্টন, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া এলাকার চার হাজার ফ্লাইট বাতিল করতে হয় বলে জানান পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক রিক কটন। নিউইয়র্ক সিটির জ্যামাইকা, জ্যাকসন হাইটস, চার্চ-ম্যাকডোনাল্ড, ওজনপার্ক, পার্কচেস্টার, হাডসন, নিউজার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া, আপারডারবি, মেলবোর্ন সিটি এলাকার সব দোকানপাট ছিল জনমানব শূন্য। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর জানায় দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচন্ড ঠান্ড বাতাস বয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত সেখানে এ ধরনের আবহাওয়া থাকতে পারে।
×