ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৫ জানুয়ারি নির্বাচন হয়েছিল বলেই আজ জনগণ গণতন্ত্র উপভোগ করছে॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৮, ৬ জানুয়ারি ২০১৮

৫ জানুয়ারি নির্বাচন  হয়েছিল বলেই  আজ জনগণ গণতন্ত্র উপভোগ করছে॥ নাসিম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এবং জনগণকে সঙ্গে নিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছিলাম বলেই জনগণ গণতন্ত্র উপভোগ করতে পারছে। নির্বাচন নিয়ে বিএনপির যে ভ্রান্ত নীতি ছিল তা প্রমাণ হয়েছে এই পাঁচ বছরে। নির্বাচন ছাড়া এদেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে পারে না। তাই তাদের উচিত হবে ভ্রান্ত নীতি ত্যাগ করে সামনের নির্বাচনে অংশ নেয়া। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে ‘গুরু গোবিন্দ সিং জয়ন্তী-২০১৮’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিখ ধর্মের খালসা গ্রন্থের প্রবক্তা ও দশম গুরু গোবিন্দ সিংয়ের ৩৫১তম জন্মদিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিম-লীর সদস্য অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেদিন নির্বাচন যদি না হতো, তাহলে গণতন্ত্র কি থাকত? তখন একটি অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করত। বাঙালী জাতির জন্য সত্যিকার অর্থেই সেই দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন নির্বাচন ঠেকাতে যে জ্বালাও পোড়াও সৃষ্টি করেছিল তা যদি সফল হতো এদেশে এখন মার্শাল ল’ থাকত। এখানে সাংবিধানিক কোন গণতন্ত্র থাকত না। তিনি আরও বলেন, সেদিন সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করতে বাধ্য ছিলাম। তার জন্য এখন আমরা গণতন্ত্র উপভোগ করতে পারছি। গণতন্ত্রের মাধ্যমে সরকারের সমালোচনা করতে পারছি, বিরোধিতা করতে পারছি, সমর্থন করতে পারছি এবং আপনারা উন্মুক্ত মনে আমাকে প্রশ্ন করতে পারছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা জঙ্গী দমন করেছি, অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে অংশগ্রহণের অনুভূতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল ধর্মের মানুষ যে একে অপরের সহযোগিতায় কাজ করছে তা গুরুদুয়ারায় না আসলে বুঝতে পারতাম না। জাতির জনকের অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ধর্মের মানুষকে সমান সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।
×