ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে ফ্লাইট ওঠানামা ব্যাহত

প্রকাশিত: ০৫:২৬, ৬ জানুয়ারি ২০১৮

শাহজালালে ফ্লাইট ওঠানামা ব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ শীতের এই কদিনেই চার দফা ঘন কুয়াশার শিকার হয়েছে শাহজালাল বিমানবন্দর। শুক্রবারও ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের উড়োজাহাজের চলাচল ভোর থেকে বন্ধ ছিল। ভোর ৪টা থেকে সকাল দশটা ৫০ মিনিট পর্যন্ত দেশের প্রধান বিমানবন্দর থেকে কোন উড়োজাহাজ চলাচল করেনি। বিমানবন্দর অপারেশন সূত্র জানিয়েছে সকাল দশটা ৫০ মিনিট থেকে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। বিমানবন্দরের অপরেশন শাখার কর্মকর্তা এম আজিজ জানান, ভোর থেকে উল্লেখিত সময় পর্যন্ত কোন ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়নি। ঢাকা থেকে যে সব ফ্লাইট ওড়ার কথা তার সব রিশিডিউল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল দশটা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমানের লন্ডন ফ্লাইট বিজি-০০১। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাবে বলে যাত্রীদের জানিয়ে দেয়া হয়েছে। এভাবে সিঙ্গাপুরগামী বিজি-০৮৮, ব্যংককগামী বিজি-০৮৬, কাঠমন্ডুগামী বিজি-৭০১ সহ মোট ১২টি ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। এদিকে আজ শনিবার সকালেও একই পরিস্থিতি দেখা দিতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজও ঘন কুয়াশা পড়বে। ফলে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হতে পারে। এদিকে কিভাবে এই সংকট মোকাবিলা করা যায় সেটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন নতুন বিমানমন্ত্রী শাহজাহান কামাল । হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কবল থেকে রক্ষা পাবার কোন উপায় আপাতত দেখা যাচ্ছে না। অত্যাধুনিক মানের এন্টি ফগ ডিডাইস বা ইন্সট্রুমেন্ট সংযোজন না করা পর্যন্ত এই ভোগান্তির নিরসন হচ্ছে না। এটা বিবেচনায় রেখেই যাত্রীদের সর্বোত্তম সেবা দেয়ার বিকল্প ব্যবস্থা করতে হবে।
×