ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনে ডাইনোসরের ডিমের সন্ধান

প্রকাশিত: ০৫:১৩, ৬ জানুয়ারি ২০১৮

চীনে ডাইনোসরের ডিমের সন্ধান

এই পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে লাখ লাখ বছর আগে। কিন্তু বিজ্ঞানীরা এখনও এদের নিয়ে গবেষণা করছেন। নানা পরীক্ষা-নিরীক্ষার পরও ডাইনোসরদের নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল এখনও মেটেনি। এখনও রয়ে গেছে নানা প্রশ্ন। মাটির নিচ থেকে পাওয়া ডাইনোসরের বিভিন্ন প্রজাতির জীবাশ্ম পরীক্ষা করে তারা এদের নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছেন। কিন্তু সে পথ যে বহুদূর। এ অবস্থায় বিজ্ঞানীরা সম্প্রতি আরও কিছু উপাত্তের সন্ধান পেয়েছেন। চীনের জিয়ানজি প্রদেশের গুয়ানঝু অঞ্চলে প্রায় ৩০টি ডিমের জীবাশ্ম পাওয়া গেছে। গবেষকরা পরীক্ষা করে জানিয়েছেন, এগুলো ডাইনোসরের ডিমের জীবাশ্ম বলেই মনে হচ্ছে। গুয়ানঝুর ওই অঞ্চলে একটি স্কুল তৈরির কাজ চলছিল। সেখানেই মাটি খুঁড়তে যেয়ে প্রায় ৩০টি ডিমের জীবাশ্ম দেখতে পান কর্মীরা। কর্তৃপক্ষকে খবর দিলে ডিমের চেহারা দেখেই তাদের সন্দেহ হয়। এরপর ডাকা হয় প্রতœতাত্ত্বিকদের। বিশেষজ্ঞরা ডিমগুলো পরীক্ষা করে জানিয়েছেন, এগুলোর বয়স কমপক্ষে ১৩০ মিলিয়ন অর্থাৎ ১৩ কোটি বছর। ভাগ্যের জোরেই প্রাচীন এই ডিমগুলো পাওয়া সম্ভব হয়েছে। ভাগ্যের কথাটা অবশ্য মিথ্যে নয়। শ্রমিকরা ওই স্থানের বড় পাথরগুলো ভাঙার জন্য বিস্ফোরক ব্যবহার করছিল। এ কারণে অল্পের জন্যই বেঁচে যায় ডিমের জীবাশ্মগুলো। -জি নিউজ
×