ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না ॥ মুনতাসীর মামুন

প্রকাশিত: ০৫:১২, ৬ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না ॥ মুনতাসীর মামুন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ জানুয়ারি ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর মতো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, অথচ ১২-১৩ জনের একটি পরিবারকে আমরা ধরে রাখতে পারি না। এখন যারা রাজনীতি করছেন তাদের অধিকাংশই পাঁচ বছরের জন্য। কিন্তু বঙ্গবন্ধু এসব ভাবতেন না। তিনি রেসকোর্স ময়দানে তার ভাষণের মাধ্যমে মানুষকে যেভাবে উজ্জীবিত করেছেন সেটা ইতিহাসখ্যাত। আমরা অন্যের সমালোচনা করছি কিন্তু আত্মসমালোচনা কখনও করি না। বঙ্গবন্ধু এসব বিশ্বাস করতেন না। এ জন্য রাজনীতিতে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ঘাতক দালাল নিমর্ূূল কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছেন, কিন্তু মানবতাবিরোধীদের ক্ষমা করেননি। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা সারা দুনিয়ার অপরাধী। এ জন্য ট্রাইব্যুনালে তাদের বিচারকার্য হচ্ছে। এ ব্যাপারে যাতে বিভ্রান্ত ছড়াতে না পারে সেজন্য তিনি বয়োবৃদ্ধসহ সংশ্লিষ্টদের নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। সংগঠনের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শহীদের সন্তান লেখক আসিফ মুনীর চৌধুরী, ঘাদানিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, অধ্যক্ষ গোলসান আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণীপেশার বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন।
×