ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুটি মোটরসাইকেল ভাংচুর

লক্ষ্মীপুরে গ্রামবাসীর হাতে ৪ র‌্যাব সদস্য আহত

প্রকাশিত: ০৫:১০, ৬ জানুয়ারি ২০১৮

লক্ষ্মীপুরে গ্রামবাসীর হাতে ৪ র‌্যাব সদস্য আহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরে ওয়ার্ড সদস্য ফরিদকে ধরতে গিয়ে এলাকাবাসীর হামলার ঘটনায় শুক্রবার সেখানে পুনঃ অভিযান চালিয়েছে। ওই ঘটনায় সাদা পোশাকধারী ৪ র‌্যাব সদস্য আহত হয়েছেন। সে ঘটনায় র‌্যাবের দুটি মোটরসাইকেল ভাংচুর করেছে গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নোয়াখালী জেনারেল হাসপাতালে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। আহত র‌্যাব সদস্যদের মধ্যে রয়েছেন, সাখাওয়াত, শাহীন, মফিজুল ইসলাম ও শহীদ। এ ব্যাপারে শুক্রবার বিকেলে স্থানীয় চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন বলেন, সাদা পোশাকে ৪ জন লোক ইউপি সদস্য ফরিদের বাড়িতে গিয়ে তার হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে আসছিলেন। এ সময় তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের হাতিয়ার মোহাম্মদ আলীর সন্ত্রাসী বাহিনী মনে করে মারধর করে এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাংচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে এ ঘটনায় আমার পরিষদ অত্যন্ত মর্মাহত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। র‌্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা বলেন, র‌্যাবের গোয়েন্দা শাখার একটি টিম তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে শুক্রবারও অভিযান চলে। তবে কাউকে হয়রানি করার জন্য নয়। এদিকে ইউপি চেয়ারম্যান সুমন আরও জানান, এর আগে বুধবার সকালে মোহাম্মদ আলীর সন্ত্রাসী বাহিনী বয়ারচরে সেন্টারবাজারে হামলা চালিয়ে তিনজন কৃষক লিটন, খায়ের এবং জমিরকে কুপিয়ে গুরুতর আহত করে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নাম করে তারা এ সব হামলা চালায়। গত দু’মাসে ওই সন্ত্রাসী বাহিনী হামলা করে স্থানীয় সেন্টার বাজার ব্যবসায়ীসহ দুজনকে অপহরণ করে নগদ এক লাখ টাকার মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়। এ ছাড়াও সন্ত্রাসীরা অন্তত বিশটি গরু লুট করে নিয়ে যায়। কারোর কারোর ঘরে হামলা করে ভাংচুরসহ স্বর্ণ-গহনা মালামাল লুট করে নিয়ে যায়। আতঙ্কিত এলাকাবাসীর ঘুম ভাঙ্গে সন্ত্রাসীদের গুলির শব্দে। নির্ঘুম রাত কাটায় গ্রামবাসী। লক্ষ্মীপুরে রামগতি ও নোয়াখালীর হাতিয়ার বয়ারচরের মানুষকে নিজ ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে ওই ভূমিতে আধিপত্য স্থাপনের জন্য নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আলীর বিভিন্ন নামধারী সশস্র সন্ত্রাসী বাহিনী অব্যাহতভাবে এ সব হামলা চালায়। সীমানা বিরোধকে কেন্দ্র করে ইতোপূর্বে বহুলোকের প্রাণহানিসহ নারী নির্যাতনসহ বহু অমানবিক ঘটনা ঘটেছে। আগামীতেও এলাকায় রক্তপাতসহ আইনশৃঙ্খলার অবনতির সমূহ আশঙ্কা করছে এলাকাবাসী। এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা একই সঙ্গে দীর্ঘদিনের সীমানা বিরোধ মেটাতে তিনি এবং এলাকাবাসী এ ব্যাপারে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত হস্তক্ষেপ কামনা করছেন।
×