ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বপ্ন ভঙ্গের বেদনায় আশাহত রংপুর নগরবাসী

প্রকাশিত: ০৪:২০, ৬ জানুয়ারি ২০১৮

স্বপ্ন ভঙ্গের বেদনায় আশাহত রংপুর নগরবাসী

স্টাফ রিপোর্টার ॥ প্রত্যাশিত নগরীর স্বপ্ন ভঙ্গের বেদনায় আশাহত রংপুর নগরবাসী। সিটি করপোরেশন হবার আগেই বাস্তবতার নিরিখে অর্থবহ একটি মাস্টারপ্লান বা মহাপরিকল্পনা তৈরি করেছিলো এলজিআরডি মন্ত্রণালয়। ৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে তৈরি সেই মহাপরিকল্পনা অনুমোদন না করিয়ে গত ৫ বছর চলেছে অপরিকল্পিত নগরায়ণ। অবশ্য নতুন মেয়র শপথ নেয়ার পর প্রথমেই এই মহাপরিকল্পনা প্রণয়নের কাজে হাত দেয়ার প্রতিশ্রুতি দিলেন। কৃষি-অর্থনীতি, মানুষের আর্থ-সামাজিক বাস্তবতার নিরিখে ২০১২ সালে পরিকল্পিত নগরায়ণের জন্য রংপুর নগর মহাপরিকল্পনা তৈরি করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর। দফায় দফায় সুশীলজন, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিসহ বিভিন্ন জনের মতামতের ভিত্তিতে প্রণীত মহাপরিকল্পনা ২০১৪ থেকে শুরু করে পরবর্তী ২০ বছরে বাস্তবায়নের কথা ছিলো। কিন্তু করপোরেশনের প্রথম মেয়র মেয়াদ শেষে চলে গেছেন মহাপরিকল্পনা অনুমোদন করতে না পারার ব্যর্থতা নিয়ে। নগর পরিকল্পনাবিদ শহীদুল ইসলাম বলেন, ‘পরিকল্পনার ফার্স্ট ফেস উনি পায়নি, উনার আগের মেয়র এই কাজ ধরেছেন যার কারণে রাজনৈতিকভাবে উনি ওনারটাই উনি করতে চেয়েছেন।’ পরিকল্পনাহীন উন্নয়ন কোন ভাবে সমর্থন করছেন না সুশীলজনেরা। রংপুরের নাগরিক মঞ্চের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘এক শ বছর মাথায় নিয়ে একটা রূপকল্পনা করা দরকার।’ রংপুর মহানগরের সুজন-সুশাসনের জন্য নাগরিক ফকরুলের সভাপতি আনাম বলেন, ‘সেই এক শ জনের মধ্য যদি এটা করতে পারেন তাহলে মাইলস্টোন হবে।’ এখনও দায়িত্ব পাননি, শপথের পর ‘মাস্টারপ্লান’ই হবে তার প্রথম কাজ সে প্রতিশ্রুতি দিলেন নতুন মেয়র। সাথে টেকসই উন্নয়নের কথা বললেন তিনি। রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘পরিকল্পনাগুলো আমি আরেকবার রিভিউ করে দেখতে চাই। আমার নির্বাচন কমিটমেন্ট নিয়েই আমি কাজ করব।’
×