ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাক্তার সঙ্কটে জয়পুরহাট জেলা হাসপাতাল

প্রকাশিত: ০৪:২০, ৬ জানুয়ারি ২০১৮

ডাক্তার সঙ্কটে জয়পুরহাট জেলা হাসপাতাল

স্টাফ রিপোর্টার ॥ ডাক্তার ও জনবল সঙ্কটে ব্যাহত হচ্ছে জয়পুর হাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসা সেবা। ১শ’ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসা সেবা চলে আড়াইশ’ রোগীর। এই হাসপাতালটিতে ৪৫ জনের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৮ জন। ফলে দিনের পর দিন ভর্তি থাকলেও গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে ডাক্তার না থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শত শত রোগী। অসুখ-বিসুখে জয়পুরহাটের মানুষের প্রাথমিক আশ্রয় জেলা আধুনিক হাসপাতাল। কিন্তু চিকিৎসক সঙ্কট, অস্বাস্থ্যকর পরিবেশ, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি অকার্যকর থাকায় সুচিকিৎসা সেখানে সোনার হরিণ। এমন কী মেলে না প্রয়োজনীয় ওষুধপত্রও।
×