ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নগরবাসীর নিরাপত্তায় আসছে ‘আমার ঢাকা’ এ্যাপ্স

প্রকাশিত: ০৪:১৯, ৬ জানুয়ারি ২০১৮

নগরবাসীর নিরাপত্তায় আসছে ‘আমার ঢাকা’ এ্যাপ্স

স্টাফ রিপোর্টার ॥ অপহরণ, হত্যা ও গুমের ঘটনায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি এ্যাপ্স তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নাম ‘আমার ঢাকা’র মাধ্যমে যে কোন বিপদে মুহূর্তেই প্রিয়জন ও পুলিশের কাছে নিজের অবস্থানসহ বার্তা পৌঁছে দেয়া যাবে। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আধুনিক ঢাকা বিনির্মাণের অংশ হিসেবে ‘আমার ঢাকা’ এ্যাপ্স্স তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে গুগল প্লে-স্টোরে এটি পাওয়া যাচ্ছে। যে কোন এ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে এখনই পরীক্ষামূলকভাবে এ্যাপ্সটি ব্যবহার করা যাবে। ডিএসসিসির সিস্টেম এ্যানালিস্ট আবু তৈয়ব রোকন জানান, অল্প সময়ের মধ্যেই এই এ্যাপ্স উদ্বোধন করা হবে। জানা গেছে, ‘আমার ঢাকা’র নিরাপত্তা আইকন ব্যবহার করে প্রিয়জনের অবস্থান নিশ্চিত হওয়া যাবে। এছাড়া নাগরিক সেবা সংবলিত যে কোন অভিযোগ এলে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম থেকে তা সমাধান করা হবে সরাসরি। কেউ অপহরণকারীর খপ্পরে বা অন্য কোন বিপদে পড়লে এ্যাপ্সটির নিরাপত্তা আইকন চাপলেই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে স্যাটেলাইটের সহায়তায় নিকটস্থ থানা ও স্বজনদের কাছে নিজের অবস্থানসহ বার্তা চলে যাবে। ডিএসসিসির সংশ্লিষ্ট দফতর সূত্র আরও জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির ছবি, অবস্থান ও কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে পরিবারের সদস্যদের কাছে। এ্যাপের ট্র্যাকিং সুবিধার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির গতিবিধি ও অবস্থান জানা যাবে। ফলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারবে। ‘আমার ঢাকা’ এ্যাপের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আশা করছেন ডিএসসিসির সিস্টেম এ্যানালিস্ট আবু তৈয়ব রোকন। তিনি বললেন, ‘নগরবাসীর দৌরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এ্যাপ্সটিতে নাগরিক সেবা বিষয়ক তথ্য ছাড়াও এর নিরাপত্তা আইকন ব্যবহার করে প্রিয়জনের গতিবিধি ও অবস্থান জানা যাবে। কেউ বিপদে পড়লে মাত্র কয়েক সেকেন্ড এসওএস আইকন চেপে ধরলে স্বজন ও নিকটস্থ পুলিশের কাছে বিপদ সঙ্কেত বেজে উঠবে।’ ডিএসসিসির সিস্টেম এ্যানালিস্ট আরও জানান, পুরো ঢাকার সব তথ্য এই এ্যাপের আওতায় নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে নিকটস্থ হাসপাতাল, পুলিশ স্টেশন, বাসস্ট্যান্ড, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের সেবা, এটিএম বুথসহ সবধরনের জরুরী সেবা পাবেন নগরবাসী। এলাকার রাস্তা, সড়কবাতি, বর্জ্য, ড্রেনেজ, মশা, অবৈধ দখল, ঘুষ ও দুর্নীতিসহ সিটি কর্পোরেশনের কাছে যে কোন অভিযোগ করা যাবে খুব সহজে। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও যুক্ত করে দেয়া যাবে। মোবাইলে ছবি তোলার পর তা স্বয়ংক্রিয়ভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে প্রতিটি অভিযোগ ও মতামত দেখা যাবে। অভিযোগের ধরন বিশ্লেষণ করে সমাধানের উদ্যোগ নেবে ডিএসসিসি। অভিযোগটির বিষয়ে কর্পোরেশন কি সিদ্ধান্ত নিয়েছে বা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে কিনা অভিযোগকারী স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি জেনে যাবেন। এ্যাপ্সটি ব্যবহার করা যাবে বিনামূল্যেই। গুগল প্লে-স্টোর থেকে এটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেয়া যাবে। এ জন্য স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ‘আমার ঢাকা’য় এ্যাপে থাকছে সাতটি ফিচার। প্রতিটিতে থাকছে একাধিক সুবিধা। জেনে নিন কোনটি কেমন- জরুরী সাহায্য ॥ এতে দুটি আইকন রয়েছে ‘আমাকে বাঁচাও’ বা সেভ আওয়ার সৌল (এসওএস) আর জরুরী সাহায্য। এসওএস আইকনে দ্রুত যোগাযোগ যোগ্য প্যানেল, এসএমএস সার্ভিস, গুগল এ্যাপ্সসহ ব্যবহারকারীর অবস্থান ট্যাগিং সিস্টেম রয়েছে। আর জরুরী সাহায্য আইকনে রয়েছে নাগরিকদের জরুরী প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পাওয়ার জন্য ন্যাশনাল হেল্পডেস্ক হটলাইন নম্বর ৯৯৯, ঢাকার সব হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিস ও নিকটাত্মীয়-স্বজনদের প্রোফাইল। অভিযোগ ও পরামর্শ ॥ এই আইকনটির মাধ্যমে আট ধরনের অভিযোগ করা যাবে। এর মধ্যে কোন্ কোন্ বিষয়ে দেয়া যাবে লিখিত অভিযোগ। এ জন্য নগর ভবনে যেতে হবে না। এছাড়া রাস্তাঘাট, মশা, অবৈধ পার্কিং, সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থা, দুর্নীতি আর ইভটিজিং বিষয়েও পৃথক অভিযোগের সুযোগ থাকবে। এই আটটি আইকনের যে কোন একটি নির্বাচন করে ছবি, অডিও ও ভিডিও সঠিক সময়সহ যে কোন অভিযোগ পাঠানো যাবে সিটি কর্পোরেশনের কাছে। আবেদন ফরম ॥ এর মাধ্যমে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, আয়কর সনদ, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, ট্যাক্স ফরম ও উত্তরাধিকার সনদ পাওয়া যাবে। আমার ঢাকা ॥ এই এ্যাপে রয়েছে চারটি আইকন। এগুলো হলো- আমার আশেপাশে, আজকের ঢাকা, আপনি জানেন কি, এ্যাকাউন্ট। ‘আমার আশেপাশে’র আইকনে থাকছে ঢাকার সব বাসস্ট্যান্ড, সব ব্যাংকের এটিএম বুথ, ডিএসসিসির সব কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, ব্যাংক, ধর্মীয় উপাসনালয় ও ট্যুরিস্ট এলাকা। সব এলাকার গুগল এ্যাপ্সসহ বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। আজকের ঢাকা ফিচারে থাকছে আবহাওয়ার সব আপডেট, মুদ্রা বিনিময় হার, ডিএসসিসির কাঁচাবাজারের দৈনিক বাজার দর ও শহরের চারপাশের দৈনন্দিন ঘটনা। ডিএসসিসি ॥ এতে থাকছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইতিহাস, মেয়রের বার্তা, সব ওয়ার্ড ও কাউন্সিলরের কার্যালয়সহ বিস্তারিত, ডিএসসিসির সব বিভাগীয় কার্যালয়ের বিস্তারিত এবং নগর ভবনের তথ্য। ডিএসসিসি নোটিস ॥ এই ফিচারে পাওয়া যাবে ডিএসসিসির সব নোটিস। সভার আলোচনাস্থল ॥ এ্যাপের একটি আইকনের নাম ‘সভার আলোচনাস্থল’। এতে সংস্থার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা যদি কোন সভা করে থাকেন সে সব সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে।
×