ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশা ॥ দিল্লীতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত

প্রকাশিত: ০৪:১৫, ৬ জানুয়ারি ২০১৮

ঘন কুয়াশা ॥ দিল্লীতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত

ভারতের রাজধানী নয়াদিল্লী ও এর আশপাশের এলাকায় শুক্রবার প্রচ- ঘন কুয়াশার কারণে বিমান ও ট্রেনের চালাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ঘন কুয়াশার কারণে এদিন অন্তত ১৪টি ট্রেন চলাচল স্থগিত করা হয়, ৬০টির বিলম্ব যাত্রা করা হয় ও ১৮টি ট্রেনের যাত্রার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এছাড়া দেশের মধ্যে বিমানের তিনটি ফ্লাইট বাতিলসহ ৩৪টিরও বেশি ও বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট ছাড়তে বিলম্ব করা হয়। এদিন সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। খবর শিনহুয়া নেট ও এএফপির। নতুন বছর শুরুর পর থেকে দেশটির রাজধানী ও এর আশপাশের এলাকায় প্রায় প্রতিদিনই ঘন কুয়াশা পড়ছে। ফলে তাপমাত্রা কমে যাওয়ায় নগরীর জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার কারণে দিল্লীর ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১৭টি ফ্লাইট ও একশ’রও বেশি ট্রেন যাত্রা ব্যাহত হয়েছে। দেশটির বেসামরিক বিমানের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ঘন কুয়াশার কারণে ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দেখা না যাওয়ায় অন্তত ১৭টি অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়। রেলওয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, প্রধান দুই রেলওয়ে স্টেশন, যথা: নয়াদিল্লী রেলওয়ে স্টেশন ও পুরাতন দিল্লী রেলওয়ে স্টেশনের (উদ্দেশ্যে ছেড়ে আসা ও এখান থেকে অন্যত্র ছেড়ে যাওয়া) অন্তত ৬২টি ট্রেনের যাত্রায় বিলম্ব হয়, ২০টির নতুন করে সময়সূচী নির্ধারণ করা হয় ও ১৮টির যাত্রা বাতিল করা হয়। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনে কুয়াশা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করার পরও ঘন কুয়াশায় সেখানে ট্রেন যোগাযোগ ইদানীং প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরাঞ্চলীয় রেলওয়ের প্রধান পিআরও নিতিন চৌধুরী বলেন, ‘কুয়াশা-প্রতিরোধী প্রযুক্তি আসলে ট্রেন চলতে যেন দেরি না হয়, সেই পদ্ধতি মাত্র।’ উত্তরাঞ্চলীয় ভারতে ঘন কুয়াশা একটি সাধারণ ঘটনা, বিশেষ করে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে। দেশটির কুয়াশাচ্ছন্ন এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
×